যোগী রাজ্যে আবারও মৃত ৪৯ শিশু, অভিযোগ সেই অক্সিজেনের অভাব

Updated By: Sep 4, 2017, 05:29 PM IST
যোগী রাজ্যে আবারও মৃত ৪৯ শিশু, অভিযোগ সেই অক্সিজেনের অভাব

ওয়েব ডেস্ক: গোরক্ষপুরের পর এবার ফারুখাবাদ। উত্তর প্রদেশে সরকারি হাসপাতালে ফের শিশু মৃত্যুর খবর প্রকাশ্যে চলে এল। এবারও সেই অক্সিজেনের অভাবেরই অভিযোগ উঠল।

গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে শিশু মৃত্যুর ধাক্কা এখনও সামলাতে পারেনি যোগী সরকার। তার মধ্যেই ফারুখাবাদের রামমোহন লোহিয়া হাসপাতালে অক্সিজেনের অভাবে ৪৯ জন শিশু মৃত্যুর অভিযোগ উঠল। গত ২১ জুলাই থেকে ২০ অগাস্ট পর্যন্ত ওইসব শিশুর মৃত্যু হয়।

এদিকে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ফারুখাবাদের জেলা শাসক, জেলা মহিলা হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ও মেডিক্যাল সুপারকে বরখাস্ত করা হয়েছে। এদের বিরুদ্ধে এফআইআরও হয়েছে।

উল্লেখ্য, ডেকান ক্রনিক্যালসের খবর অনুয়ায়ী স্থানীয় একটি চ্যানেলে প্রথম ওই শিশুমৃত্যুর খবর প্রচারিত হয়। তার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। তদন্তের আদেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তদন্তে নামেন ম্যাজিস্ট্রেট জয়ন্ত কুমার জৈন, এসডিএম অজিত কুমার সিং। দেখা যায় অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে ওইসব শিশুদের।

আরও পড়ুন-‘বিশ্বাসঘাতক’ হানিপ্রীতের মুখটাও আর এখন দেখতে চান না রাম রহিম! কারণটা আর গোপন রইল না

.