ভুয়ো সংঘর্ষ মামলা, ৫ পুলিসকর্মী ধৃত

সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলার অন্যতম সাক্ষী সিলভেস্টার ড্যানিয়েলের পালিয়ে যাওয়ার ঘটনায় গুজরাতের পাঁচ পুলিসকর্মীকে গ্রেফতার করা হল। সাব-ইন্সপেক্টর এম গুহিল, হেড কনস্টেবল অম্বালাল, কনস্টেবল বিজয় বাবু, রণছোড় ভাই ও গাড়ি চালক গোপাল সিংকে গ্রেফতার করা হয়। যদিও, পাঁচজনই জামিন পেয়ে গেছেন। তাঁদের সাসপেন্ড করা হয়েছে।

Updated By: Oct 9, 2011, 03:51 PM IST

সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলার অন্যতম সাক্ষী সিলভেস্টার ড্যানিয়েলের পালিয়ে যাওয়ার ঘটনায় গুজরাতের পাঁচ পুলিসকর্মীকে গ্রেফতার করা হল। সাব-ইন্সপেক্টর এম গুহিল, হেড কনস্টেবল অম্বালাল, কনস্টেবল বিজয় বাবু, রণছোড় ভাই ও গাড়ি চালক গোপাল সিংকে গ্রেফতার করা হয়। যদিও, পাঁচজনই জামিন পেয়ে গেছেন। তাঁদের সাসপেন্ড করা হয়েছে। সিলভেস্টার ড্যানিয়েলকেও ফের গ্রেফতার করেছে রাজস্থান পুলিস। শনিবার, আদালতে শুনানির জন্য ভদদোরা জেল থেকে সোহরাবুদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী ড্যানিয়েলকে রাজস্থানের উদয়পুরে নিয়ে যাওয়া হয়। সেইসময়, গুজরাত পুলিসের হেফাজত থেকে পালিয়ে যায় ড্যানিয়েল। উদয়পুরের অতিরিক্ত পুলিস সুপার তেজরাজ সিং বলেছেন, শুনানি শেষেতাকে গুজরাতে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। ড্যানিয়েল তার বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে চাইলে পুলিস তাকে তার ভোপালপুরের বাড়িতে নিয়ে যায়। সেখান থেকেই পালিয়ে যায় ড্যানিয়েল। গোটা ঘটনাটি গুজরাত পুলিসের গাফিলতির প্রমাণ বলে মন্তব্য করেছেন উদয়পুরের অতিরিক্ত পুলিস সুপার। রাতে ওই এলাকা থেকেই ড্যানিয়েলকে গ্রেফতার করে রাজস্থান পুলিস। অভিযুক্ত পুলিসকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে গুজরাত পুলিসের ডিজি চিত্তরঞ্জন সিং জানিয়েছেন। তবে, ওই পাঁচ পুলিসকর্মী ইচ্ছাকৃতভাবে ড্যানিয়েলকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেননি বলে দাবি করেছেন তিনি। সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলায় প্রধান অভিযুক্ত গুজরাতের প্রাক্তন মন্ত্রী অমিত শাহ।

.