আর্থিক বৃদ্ধির হার হতাশাব্যাঞ্জক, মন্তব্য প্রধানমন্ত্রীর

দেশের আর্থিক বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সিআইআই-এর দু`দিনের সাধারণ সভার সূচনায় প্রধানমন্ত্রী বলেন, দেশের আর্থিক অবস্থার দিকে তাকিয়ে রয়েছে গোটা শিল্প তালুক।

Updated By: Apr 3, 2013, 11:33 AM IST

দেশের আর্থিক বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সিআইআই-এর দু`দিনের সাধারণ সভার সূচনায় প্রধানমন্ত্রী বলেন, দেশের আর্থিক অবস্থার দিকে তাকিয়ে রয়েছে গোটা শিল্প তালুক।
বুধবার তিনি বলেন, "সিআইআই সঙ্গে আমার গত সাক্ষাতের সময় থেকে দেশের আর্থিক অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে।" তাৎপর্যপূর্ণ ভাবে দেশের বাণিজ্যের হাল ফেরানোর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বর্তমান আর্থিক বৃদ্ধির হার মোটেই আশাব্যঞ্জক নয় বলেও জানিয়েছেন মনমোহন সিং। অর্থনীতির ভারসাম্যের ওপরও নজর দেওয়ার দরকার বলে মন্তব্য করেন তিনি। তবে খুব দ্রুত ভারত ফিসক্যাল কনসলিডেশন টার্গেটে পৌঁছতে পারবে বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।
দেশের রপ্তানি শিল্পগুলির হাল ফেরানোয় জোর দেওয়ার কথাও ছিল প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যে। সিআইআইএর এবারের সভায় দেশের প্রায় দেড় হাজার শিল্পপতি যোগ দিয়েছেন। খাদ্য নিরাপত্তা ও শিল্পায়ন এবারের আলোচনার প্রধান বিষয়।

.