হাত মেলালেন আম্বানি ভাইয়েরা

দীর্ঘ দিনের বৈরিতা ভুলে ব্যবসায়িক বন্ধনে আবদ্ধ হলেন ভারতের ধনীতম দুই কোটিপতি ভ্রাতৃদ্বয় মুকেশ ও অনিল আম্বানী। দু`জনের মধ্যে ১২০০ কোটি টাকার ব্যবসায়িক চুক্তি সাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী নিজের নতুন ৪জি টেলিকম পরিষেবার জন্য মুকেশ, ছোট ভাই অনিলের অপটিক ফাইবার নেটওয়ার্ক ব্যবহার করবেন।

Updated By: Apr 2, 2013, 05:57 PM IST

দীর্ঘ দিনের বৈরিতা ভুলে ব্যবসায়িক বন্ধনে আবদ্ধ হলেন ভারতের ধনীতম দুই কোটিপতি ভ্রাতৃদ্বয় মুকেশ ও অনিল আম্বানী। দু`জনের মধ্যে ১২০০ কোটি টাকার ব্যবসায়িক চুক্তি সাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী নিজের নতুন ৪জি টেলিকম পরিষেবার জন্য মুকেশ, ছোট ভাই অনিলের অপটিক ফাইবার নেটওয়ার্ক ব্যবহার করবেন।
আজ মুকেশ আম্বানীর রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড এবং রিলায়েন্স কমিউনিকেশন লিমিটেডের পক্ষ থেকে যৌথভাবে এই কথা ঘোষণা করা হয়েছে। অপটিক ফাইবার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে সিম মুক্ত ৪জি পরিষেবা প্রদান করতে এই উদ্যোগ নিতে চলেছেন বলে উভয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
আর`কমের এক লক্ষ ২০ হাজার কিলোমিটার বিস্তৃত অন্তঃশহর ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে রিলায়েন্স জিও তাদের ৪জি পরিষেবার মেরুদণ্ড গড়ে তুলবে।

.