আজই ৫ রাজ্যের Assembly Election-এর দিন ঘোষণা
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন।
নিজস্ব প্রতিবেদন : আজই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া ও মনিপুরে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বিকেল সাড়ে ৩টেয় সাংবাদিক বৈঠক করে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে কমিশন।
প্রসঙ্গত, মে মাসে শেষ হচ্ছে বর্তমান উত্তরপ্রদেশ বিধানসভার মেয়াদ। অন্যদিকে বাকি উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া ও মনিপুর বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে মার্চে। উল্লেখ্য, দেশে আবার করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। কোভিডের এহেন বাড়বাড়ন্ত পরিস্থিতিতে ভোট নিয়ে বিভিন্ন মহল থেকেই আপত্তি এসেছে। সংক্রমণ রুখতে বিধানসভা ভোট স্থগিতের দাবি জানিয়েছে সমাজকর্মী থেকে শুরু করে বহু ব্যক্তিত্ব।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। দেশের কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয় সেই বৈঠকে। তারপরই আজ বিকালে সাংবাদিক বৈঠক ডেকে ৫ রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার কথা জানিয়েছে কমিশন।
আরও পড়ুন, Kanpur Businessman Death Case: খুনের ঘটনায় অভিযুক্ত উত্তর প্রদেশের ৬ পুলিস, চার্জশিট দাখিল CBI-র