২২ বছরের প্রেমিককে বিয়ের আর্জি নিয়ে পুলিশের দ্বারস্থ ৫৫ বছরের প্রেমিকা

Updated By: Sep 1, 2017, 03:06 PM IST
২২ বছরের প্রেমিককে বিয়ের আর্জি নিয়ে পুলিশের দ্বারস্থ ৫৫ বছরের প্রেমিকা
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : প্রেম বয়সের বাধা মানে না। কোন বয়সে কখন কার প্রতি কার মন মজে, সেটা কেউই নিশ্চিত করে বলতে পারে না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে এমনই সব প্রেম 'শিরোনামে' এসেছে। দিন কয়েক আগেই হায়দরাবাদের এরকমই একটি 'বিয়ে' শিরোনামে এসেছিল। নাবালিকা কিশোরী বিয়ে করে কুয়েতের বাসিন্দা ৬৫ বছরের এক ব্যক্তিকে। এবারও ফের সেই হায়দরাবাদ।

২২ বছরের যুবককে বিয়ের আর্জি নিয়ে পুলিসের দ্বারস্থ বছর পঞ্চান্নর এক মহিলা। আরশিয়া বেগমের অভিযোগ, বাড়ির লোক তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছেন। পড়শি আরশাদের সঙ্গে তাঁর বহুদিনের সম্পর্ক। তাঁরা বিয়ে করতে চান। ইতিমধ্যেই গোলকোন্ডা থানায় এই মর্মে অভিযোগও দায়ের করেছেন ওই মহিলা।

জানা গেছে, তিন মাস আগে আরশিয়ার স্বামী মারা যান। তিন সন্তানও রয়েছে আরশিয়ার। তাঁরা প্রত্যেকেই বিবাহিত।

আরও পড়ুন, 'এরকমভাবে ছোঁয়া খারাপ', স্কুলে শুনে মেয়ে বুঝল বাবা ৭ বছর ধরে তাকে ধর্ষণ করেছে!

.