কেন্দ্রের জন বিরোধী নীতির বিরুদ্ধে এক যোগে পথে নামছে ছ'টি বাম দল

৮ থেকে ১৪ ডিসেম্বর দেশজুড়ে একযোগে বিক্ষোভের সিদ্ধান্ত নিল ছটি বাম দল। বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার লক্ষ্যে আজ দিল্লিতে বৈঠকে বসেছিল ওই ছটি দল। সিপিআইএম সদর দফতরে চারটি বাম দলের সঙ্গেই প্রথমবার বৈঠকে হাজির হন সিপিআইএমএল লিবারেশন এবং এসইউসিআইয়ের প্রতিনিধিরা।

Updated By: Nov 1, 2014, 07:42 PM IST
কেন্দ্রের জন বিরোধী নীতির বিরুদ্ধে এক যোগে পথে নামছে ছ'টি বাম দল

নয়া দিল্লি: ৮ থেকে ১৪ ডিসেম্বর দেশজুড়ে একযোগে বিক্ষোভের সিদ্ধান্ত নিল ছটি বাম দল। বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার লক্ষ্যে আজ দিল্লিতে বৈঠকে বসেছিল ওই ছটি দল। সিপিআইএম সদর দফতরে চারটি বাম দলের সঙ্গেই প্রথমবার বৈঠকে হাজির হন সিপিআইএমএল লিবারেশন এবং এসইউসিআইয়ের প্রতিনিধিরা।

লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পরই বামপন্থী দলগুলোকে একজোট করার প্রক্রিয়া শুরু হয়েছিল বামশিবিরে। শনিবার সেই উদ্যোগের বাস্তব চেহারা দেখা গেল দিল্লিতে ছটি বাম দলের বৈঠকে।
সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক তো ছিলই। শনিবারের বৈঠকে প্রথমবার হাজির হলেন এসইউসিআই এবং সিপিআইএমএল লিবারেশনের প্রতিনিধিরা।

আগামী ৮ থেকে ১৪ ডিসেম্বর দেশজুড়ে একসঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে নামার সিদ্ধান্ত নেন ওই ছটি দলের প্রতিনিধিরা।

শুধুই কি বামেদের নিয়ে আন্দোলন মঞ্চ নাকি তাতে সামিল হবে অন্যান্য ছোট দলগুলিও? এই ইস্যুতেই সম্প্রতি বিতর্ক চলছে সিপিআইএমের অন্দরে। প্রকাশ কারাট শুধু বামদলগুলিকে নেওয়ার পক্ষে থাকলেও এনিয়ে ভিন্নমত সীতারাম ইয়েচুরির। চাপের মুখে শেষপর্যন্ত অবশ্য পিছু হটেছেন কারাট। তাই প্রাথমিকভাবে বামেদের একজোট করলেও পরবর্তীতে আন্দোলনে ছোট ছোট দলগুলিকেও সামিল করার পরিকল্পনার কথা এদিন নিজেই জানিয়েছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক।

 

.