টানা বৃষ্টিতে অসমে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ৬৫ হাজার মানুষ

একটানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা অসমে। জলমগ্ন ১৫৫ টি গ্রাম। বিপর্যস্ত ধিমাজি, লক্ষ্মীপুর, সোনিতপুর জেলা। জলে তলিয়ে গিয়েছে ১৬০০ হেক্টর জমির শষ্য।

Updated By: Jul 16, 2015, 06:27 PM IST
টানা বৃষ্টিতে অসমে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ৬৫ হাজার মানুষ

ওয়েব ডেস্ক: একটানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা অসমে। জলমগ্ন ১৫৫ টি গ্রাম। বিপর্যস্ত ধিমাজি, লক্ষ্মীপুর, সোনিতপুর জেলা। জলে তলিয়ে গিয়েছে ১৬০০ হেক্টর জমির শষ্য।

আসামের বিপর্যয় মোকাবিলা কতৃপক্ষ (ASDMA) জানিয়েছে, বন্যায় কবলিত ৬৫ হাজার মানুষকে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই সোনিতপুর জেলার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ৭,৭১২ জন মানুষ।

সোনিতপুর ও লক্ষ্মীপুরে বেশ কয়েকটি বাঁধে বিপদ সীমার ওপর দিয়ে জল বইছে। গুরুত্বপূর্ণ সড়কগুলি জলমগ্ন হওয়ায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে মাগুনু রাধোলায় রেলপথও। লক্ষ্মীপুর ডেপুটি কমিশনার দেবশ্বর মালাকার জানিয়েছেন রাজ্য ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে বিপর্যয় মোকাবিলায় আগাম সতর্ক করা হয়েছে।

.