সাত হাজারেরও বেশি ভারতীয় সাইট হ্যাক করল পাকিস্তানি হ্যাকার গ্রুপ

একটা নয়, দুটো নয়, ৭ হাজার ৭০টি ভারতীয় ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকার গ্রুপ, মঙ্গলবার তার তালিকাও প্রকাশ করেছে তাঁরা। যার মধ্যে রয়েছে অনেকগুলো সরকারি ওয়েবসাইটও। ২০১০ সাল থেকে এই পর্যন্ত মোট ১৪৯০টি সরকারি ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে।

Updated By: Oct 5, 2016, 11:31 AM IST
সাত হাজারেরও বেশি ভারতীয় সাইট হ্যাক করল পাকিস্তানি হ্যাকার গ্রুপ

ওয়েব ডেস্ক: একটা নয়, দুটো নয়, ৭ হাজার ৭০টি ভারতীয় ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকার গ্রুপ, মঙ্গলবার তার তালিকাও প্রকাশ করেছে তাঁরা। যার মধ্যে রয়েছে অনেকগুলো সরকারি ওয়েবসাইটও। ২০১০ সাল থেকে এই পর্যন্ত মোট ১৪৯০টি সরকারি ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে, এই তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এরপরই প্রশ্ন উঠেছে সরকারি নথিপত্রের নিরাপত্তা নিয়ে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, ভারতীয় ওয়েবসাইটগুলোর কোডিং এতই সহজভেদ্য যে খুব সহজেই তা যে কেউই হ্যাক করতে সক্ষম হচ্ছে। 

পাকিস্তানি হ্যাকার গ্রুপগুলোর মধ্যে 'হেক্সরস ক্রিউ'-এই হ্যাকার গ্রুপই সবথেকে বেশি চর্চিত। ভারতীয় গোয়েন্দারা মনে করছেন হ্যাকার হেক্সরসই এই হ্যাকিংয়ের মূল চক্রী। অতীতে এই হ্যাকার গ্রুপ টাটা মোটোরস, তাজমহল সহ আরও অনেক রাজনৈতিক দলের সাইট হ্যাক করেছে। "তুমি কেবল ভেবেছো, আমি করে দেখিয়েছি", এই ক্যাচলাইনেই কাজ করে পাকিস্তানি হ্যাকার গ্রুপ 'হেক্সরস ক্রিউ'। 

.