মোটের ওপর নির্বিঘ্নেই মিটল ছত্তিশগড়ের ভোটগ্রহণ, বিকেল পর্যন্ত ৭৫ শতাংশ

ছত্তিসগড়ে  শেষ দফার ভোটে বড় কোনও অশান্তির খবর নেই। বিকেল  পর্যন্ত ভোট পড়েছে ৭৫ শতাংশ। সাজা কেন্দ্রে একটি বুথে সিপিআরপিএফ জওয়ানের বন্দুক থেকে গুলি ছিটকে একজনের মৃত্যু হয়েছে।

Updated By: Nov 19, 2013, 07:48 PM IST

ছত্তিসগড়ে  শেষ দফার ভোটে বড় কোনও অশান্তির খবর নেই। বিকেল  পর্যন্ত ভোট পড়েছে ৭৫ শতাংশ। সাজা কেন্দ্রে একটি বুথে সিপিআরপিএফ জওয়ানের বন্দুক থেকে গুলি ছিটকে একজনের মৃত্যু হয়েছে। 
১৬টি জেলার ৭২টি আসনে আজ ভোট নেওয়া হয়। যার মধ্যে রয়েছে প্রতাপপুর, রায়পুর, দুর্গ, বিলাসপুরের মত কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই পর্বে ৭৫ জন মহিলা প্রার্থী সহ ৮৬৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হল। যার মধ্যে বিজেপি ও কংগ্রেসের বাহাত্তরজন করে প্রার্থী রয়েছেন।  নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় উত্তর এবং মধ্য ছত্তিসগড়ের বিভিন্ন জেলায়।
রাজ্য পুলিসের পাশাপাশি ছিল কেন্দ্রীয় বাহিনী। আজই ভাগ্য নির্ধারণ হল ছত্তিসগড় বিধানসভার অধ্যক্ষ সহ রাজ্যের নয় মন্ত্রীর। এছাড়া রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগীর স্ত্রী রেণু ও পুত্র অমিতের ভাগ্য নির্ধারণ হয় আজ। এই পর্বে সব থেকে বেশি প্রার্থী রায়পুর শহরে। সংখ্যাটা আটত্রিশ। সব থেকে কম প্রার্থী সারাইপালিতে, মাত্র ৫ জন।

.