চিন্নাস্বামী স্টেডিয়ামে বিস্ফোরণে যুক্ত চার জঙ্গি গ্রেফতার

২০১০ এ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিস্ফোরণের ষড়যন্ত্রের পিছনে থাকা ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর চার সদস্যকে গ্রেফতার করা হল। বৃহস্পতিবার কর্নাটক-উত্তরপ্রদেশের পুলিসের এক যৌথ দল আচমকা হানা দিয়ে এদের আটক করে।

Updated By: Aug 30, 2012, 01:53 PM IST

২০১০ এ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিস্ফোরণের ষড়যন্ত্রের পিছনে থাকা ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর চার সদস্যকে গ্রেফতার করা হল। বৃহস্পতিবার কর্নাটক-উত্তরপ্রদেশের পুলিসের এক যৌথ দল আচমকা হানা দিয়ে এদের আটক করে। সেই সঙ্গে এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও ৫ জনকে পুলিস হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেফতার হওয়া ৯ জনের মধ্যে এক ইংরেজি সংবাদপত্রের সাংবাদিকও রয়েছেন বলে খবর। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। তবে এই ব্যাপারে পুলিস এখনও বিস্তারিত কিছু জানায়নি।
প্রসঙ্গত, ২০১০ এর ১৮ এপ্রিল আইপিএল সেমিফাইনালের আগে স্টেডিয়ামের গেটে জোড়া বিস্ফোরণে ১৫ জন আহত হন।

.