স্মার্ট সিটির তালিকায় আরও ৯টি শহরের নাম যোগ হল
স্মার্টসিটির তালিকায় এই বছর ১০০টি শহরকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবার সেই তালিকা বাড়ানো হল। তালিকায় আরও ৯টি শহরের নাম যুক্ত করা হল। আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি আসন্ন স্মার্টসিটি মিশন কমপিটিশনে আরও ৯টি শহরকে অংশগ্রহণ করার অনুমতি দিয়েছে।
![স্মার্ট সিটির তালিকায় আরও ৯টি শহরের নাম যোগ হল স্মার্ট সিটির তালিকায় আরও ৯টি শহরের নাম যোগ হল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/02/59445-newtown-2-7-16.jpg)
ওয়েব ডেস্ক: স্মার্টসিটির তালিকায় এই বছর ১০০টি শহরকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবার সেই তালিকা বাড়ানো হল। তালিকায় আরও ৯টি শহরের নাম যুক্ত করা হল। আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি আসন্ন স্মার্টসিটি মিশন কমপিটিশনে আরও ৯টি শহরকে অংশগ্রহণ করার অনুমতি দিয়েছে।
আরও পড়ুন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি "তেজস" যোগ দিল ভারতীয় বায়ুসেনাতে
একটি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে যে, আরবান ডেভেলপমেন্ট মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু কিছু রাজনৈতিক বাধ্যবাধকতার কারণেই আসন্ন স্মার্টসিটি মিশন প্রতিযোগিতার এই তালিকায় আরও ৯টি শহরকে স্থান দেওয়ার কথা জানিয়েছেন। এই ৯টি শহরের মধ্যে রয়েছে, পাটনা, তিরুবন্তপূরম, বেঙ্গালুরু, অমরাবতী, ইটানগর, গ্যাংটক এবং আরও কয়েকটি।