২০০ কোটির প্রতারণা চিটফান্ডে, স্ত্রীকে ঘুঁটি করে সংস্থার মাথা সরকারি হোমড়াচোমড়া!

অমর সিং বলেছেন যে ২০০ কোটি টাকার চিট ফান্ড কেলেঙ্কারির জন্য ৩৮ জন ডিরেক্টরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এই ক্ষেত্রে আরও গ্রেফতার করা হতে পারে। তিনি বলেন, গ্রেফতার হওয়া ডিরেক্টরদের আবারও রিমান্ডে এনে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হবে।

Updated By: Sep 15, 2022, 07:31 PM IST
২০০ কোটির প্রতারণা চিটফান্ডে, স্ত্রীকে ঘুঁটি করে সংস্থার মাথা সরকারি হোমড়াচোমড়া!

জি ২ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বারান জেলায় ২০০ কোটি টাকার জালিয়াতির মামলায় অপেক্ষা গ্রুপের চিটফন্ড মামলায় পদস্থ সরকারি কর্মচারী প্রদিপ জৈনকে গ্রেফতার করেছে পুলিস। মনল্বার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। প্রদীপ জৈন তার স্ত্রী দীপ্তি গুপ্তাকে অপেক্ষা গ্রুপে ডিরেক্টর হিসেবে রেখেছিলেন। অন্যদিকে তিনি নিজেই তাঁর স্ত্রীর নামের আড়ালে কাজ করেছিলেন। তিনি তার স্ত্রীর মাধ্যমে কোম্পানিতে ১২ কোটি টাকা বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারী পেয়েছিলেন। প্রদীপ জৈন সম্প্রতি পদোন্নতি পেয়ে নায়েব তহসিলদার পদে যোগদান করেছেন। এর আগেও প্রদীপ জৈনকে গ্রেফতার করে পুলিস।

হাড়োটি বিভাগে, চিট ফান্ড কোম্পানি গঠন করে ২০০ কোটি টাকা প্রতারণার মামলায় পুলিস ক্রমাগত গ্রেফতারি চালিয়ে যাচ্ছে। অপেক্ষা গ্রুপের চিট ফান্ড জালিয়াতির মামলায় বিশেষ তদন্তকারী দলের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিস অমর সিং জানিয়েছেন যে প্রদীপ জৈন অপেক্ষা গ্রুপের ডামি ডিরেক্টর ছিলেন।    

তিনি তার স্ত্রীর মাধ্যমে ১২ কোটি টাকা বিনিয়োগের জন্য লোক এনেছিলেন। অপেক্ষা গ্রুপের সিএমডি মুরলি মনোহর নামদেব ৬ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। সিএমডি মুরলি মনোহর নামদেবকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।

আরও পড়ুন: Lakhimpur Kheri: যোগীরাজ্যে ফের গণধর্ষণ, গাছের ডালে ঝুলছে দুই দলিত কন্যার দেহ

ডেপুটি পুলিস সুপার, ডেপুটি অমর সিং রাঠোড জানিয়েছেন যে এই মামলায় এখনও পর্যন্ত মুরলিধর নামদেব, সঞ্জয় কাশ্যপ, যোগেশ কুলশ্রেষ্ঠ, হিমাংশু বিজয়, গিররাজ নায়ক এবং দুর্গাশঙ্কর মেরোথাকে গ্রেফতার করা হয়েছে। অপেক্ষা গ্রুপের সঙ্গে যুক্ত বাজাজ এজেন্সিতেও মানুষ প্রতারিত হয়েছে, যাতে তেজেন্দ্র পাল সিং, রিম্পি সর্দার, রবীন্দ্র গুপ্ত এবং রাজেন্দ্র গুপ্তকে গ্রেফতার করা হয়। এমন পরিস্থিতিতে এখন পর্যন্ত নয় জনকে গ্রেফতার করেছে পুলিস।

অমর সিং বলেছেন যে ২০০ কোটি টাকার চিট ফান্ড কেলেঙ্কারির জন্য ৩৮ জন ডিরেক্টরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এই ক্ষেত্রে আরও গ্রেফতার করা হতে পারে। তিনি বলেন, গ্রেফতার হওয়া ডিরেক্টরদের আবারও রিমান্ডে এনে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.