ইউপিএ-২ নিয়ে মনমোহনকে বিস্ফোরক চিঠি এ রাজার

২০১১ সালে টুজি মামলার শুনানি শুরু হয়। ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার এই কেলেঙ্কারিতে শুনানি পর্ব শেষ হয় গতবছর এপ্রিলে। ২০১৭-র ২১ ডিসেম্বর সেই মামলার রায় ঘোষণা করে সিবিআই-এর বিশেষ আদালত। বেকসুর খালাস হন এ রাজা, কানিমোঝি সহ ১৭ জন।

Updated By: Jan 4, 2018, 08:31 PM IST
ইউপিএ-২ নিয়ে মনমোহনকে বিস্ফোরক চিঠি এ রাজার

নিজস্ব প্রতিবেদন: কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর সরকারের প্রতি দায়বদ্ধতার অভাবই ইউপিএ-২-এর পতনের কারণ। টুজি স্পেক্ট্রাম মামলায় সিবিআই কোর্টে বেকসুর খালাস পাওয়ার পর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে লেখা একটি চিঠিতে এমনটাই দাবি করেছেন প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা। ২৬ ডিসেম্বর, ২০১৭-য় লেখা ওই চিঠিতে রাজার দাবি, ''যে সময় এই ইস্যুতে জেরবার সরকার, তখন আপনার পাশে থাকেননি ওই প্রভাবশালী মন্ত্রীরা।'' যদিও সংশ্লিষ্ট মন্ত্রীদের নাম ওই চিঠিতে লেখেননি রাজা।

২০১১ সালে টুজি মামলার শুনানি শুরু হয়। ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার এই কেলেঙ্কারিতে শুনানি পর্ব শেষ হয় গতবছর এপ্রিলে। ২০১৭-র ২১ ডিসেম্বর সেই মামলার রায় ঘোষণা করে সিবিআই-এর বিশেষ আদালত। বেকসুর খালাস হন এ রাজা, কানিমোঝি সহ ১৭ জন।

আরও পড়ুন- ২জি কেলেঙ্কারি মামালায় বেকসুর খালাস কানিমোঝি, এ রাজা-সহ সব অভিযুক্ত

এই রায়কে তাদের নৈতিক জয় বলে কংগ্রেস দাবি করলেও, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও টুজি মামলায় নাম জড়ানো মন্ত্রীদের বিরুদ্ধে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

রায় ঘোষণার ৫ দিন পর মনমোহন সিংকে ধন্যবাদ জানিয়ে চিঠিটি লেখেন রাজা। তিনি বলেন, ''আমি জানি নানা বাধ্যবাধকতার কারণেই আপনি প্রকাশ্যে আমায় সমর্থন করতে পারেননি। কিন্তু মনে মনে আপনি আমাকে সমর্থন করেন। আমি এতদিন যা করেছি দেশের স্বার্থে করেছি। সরকারের স্বার্থে করেছি। আপনার ও সরকারের প্রতি আমি ১০০ শতাংশ সত্ ছিলাম।'' তিনি আরও লিখেছেন, ''এই একটি মিথ্যা মামলা আমার জীবন এ সংসারকে তছনছ করে দিয়েছে। ১৫ মাস জেলে কাটাতে হয়েছে আমাকে।''

তাঁর চিঠির জবাবে মনমোহন সিং রাজাকে পাল্টা ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ''আমি খুশি যে আপনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। এই কয়েক মাসে আপনাকে ও আপনার পরিবারকে অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে।'' মনমোহন লিখেছেন, ''২০১৪-র নির্বাচনে বিজেপি আমাদের বিরুদ্ধে এই একটি ইস্যুতে যেভাবে প্রচারে নেমেছিল, এই রায় তাদের জন্য যোগ্য জবাব।''

.