“ভুল করেছি চুরি করে”, বাড়ি বাড়ি গিয়ে চিঠি দিয়ে ক্ষমাপ্রার্থনা চোরের

দীর্ঘ ৩০ বছর। তার একটাই পরিচয় ছিল। সে চোর। একটাই পেশা ছিল, চুরি করা। অবশেষে ‘সুমতি’ হয়েছে চোরের। আর তাই সে এখন ক্ষমা চাইতে দরজায় দরজায় ঘুরছে। ঘটনাটি কর্নাটকের।

Updated By: May 7, 2016, 03:36 PM IST
“ভুল করেছি চুরি করে”, বাড়ি বাড়ি গিয়ে চিঠি দিয়ে ক্ষমাপ্রার্থনা চোরের

ওয়েব ডেস্ক : দীর্ঘ ৩০ বছর। তার একটাই পরিচয় ছিল। সে চোর। একটাই পেশা ছিল, চুরি করা। অবশেষে ‘সুমতি’ হয়েছে চোরের। আর তাই সে এখন ক্ষমা চাইতে দরজায় দরজায় ঘুরছে। ঘটনাটি কর্নাটকের।

চুরিবিদ্যায় হাত পাকিয়েছে বহুদিন। তারপর দীর্ঘ ৩০ বছর ধরে চুরি করাই ছিল তাঁর ‘রুটিরুজি’। বহু লোকের বহু জিনিস চুরি করেছে সে। চুরি করেছে বহু বাড়িতেও। কিন্তু এখন সেই চোরের ‘বোধোদয়’ হয়েছে। বিবেকের দংশনে  ভুগছে সে। আর তাই বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাইছে চোর বাবাজীবন। ৪৬ বছরের সেই ব্যক্তি এখন নিজেকে সমাজসেবার কাজেও যুক্ত করেছেন। বিশ্বে অবশ্য এধরনের উদাহরণ নতুন নয়। এর আগে বিদেশে এভাবে অপরাধের পর ক্ষমা চাওয়ার ঘটনা ঘটেছে।

.