Farm Law-র বিরুদ্ধে জোরালো আন্দোলনে তৃণমূল, যন্তর মন্তরে কৃষকদের পাশে Dola-Prasun

যন্তর মন্তরে যাবেন ১৪টি বিরোধী দলের নেতারাও।

Updated By: Aug 6, 2021, 11:59 AM IST
Farm Law-র বিরুদ্ধে জোরালো আন্দোলনে তৃণমূল, যন্তর মন্তরে কৃষকদের পাশে Dola-Prasun

নিজস্ব প্রতিবেদন: কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের ঝাঁজ আরও বাড়াতে চলেছে তৃণমূল। এবার যন্তর মন্তরে গিয়ে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদরা। দলে ছিলেন দোলা সেনা, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং অপরূপা পোদ্দার। এরপর যন্তর মন্তরে যাবেন ১৪টি বিরোধী দলের নেতারাও।

দোলা সেন বলেন, "সেপ্টেম্বরে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় আবার দিল্লি আসবেন। কৃষক আন্দোলন নিয়ে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধীদের বৈঠক ডাকতে পারেন। মমতা বন্দ্য়োপাধ্যায় গাজিপুর ও অন্যান্য সীমানাতেও যেতে পারেন। এই বক্তব্যই কৃষক নেতাদের জানিয়েছি। মমতা দি কৃষক নেতাদের জন্য উত্তরীয় পাঠিয়েছেন।"

আরও পড়ুন: Delhi Rape: নির্যাতিতার বাবা-মা-র পরিচয় ফাঁস! Rahul-র বিরুদ্ধে পকসো আইনে মামলা

আরও পড়ুন: India-Pakistan: LoC বরাবর ভারতে অনুপ্রবেশের চেষ্টায় প্রায় ১৪০ পাক জঙ্গি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য!

এবার বাদল অধিবেশনের শুরু থেকেই কৃষি আইন বাতিলের দাবিতে সরব তৃণমূল, কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীরা। কৃষি আইন প্রত্যাহরের দাবিতে ট্রাক্টর চালিয়ে সংসদে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একই দাবিতে বাদল অধিবেশনের প্রথম দিন থেকে যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসেছেন কৃষক নেতারা। আগেই তাঁদের সমর্থন করেছেন বিরোধীরাও। 

.