জানা গিয়েছে, ধৃতের নাম অশোক ঝাঁ। উত্তর কলকাতার ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা। আদি বাড়ি, বিহারের বক্সারের রাহপুর থানার দেবকুলি গ্রামে। সেই বাড়িতেই নাকি ছিল একটি হাতি। অভিযোগ, হাতিটির মৃত্যুর পর দাঁতটি কেটে নেন অশোক। হাতির দাঁত বিক্রির চেষ্টা চালাচ্ছিলেন তিনি। দাঁতটি বিক্রির ব্যবস্থাও করে ফেলেছিলেন। এরপর যখন চুক্তি চূড়ান্ত হয়, তখনই গোপন সূত্রে খবর পৌঁছয় বন দফতরে। শেষপর্যন্ত পুলিসের সঙ্গে যৌথ অভিযানে হাতির দুটি দাঁত উদ্ধার করে বন দফতর। গ্রেফতার করা হয় অশোক-সহ ৫ জনকে।