সিলপ্যাক ফোন মোবাইল কিনে ফাঁসল বাংলার যুবক, বাড়িতে হাজির কর্ণাটক পুলিস

এবারেও শিরোনামে ওই একই দোকান। ওই দোকান থেকে মোবাইল কেনেন সোনারপুরের এক যুবক।

Updated By: Feb 7, 2020, 03:04 PM IST
সিলপ্যাক ফোন মোবাইল কিনে ফাঁসল বাংলার যুবক, বাড়িতে হাজির কর্ণাটক পুলিস

নিজস্ব প্রতিবেদন: মোবাইল কিনে ফাঁপরে পড়ল বাংলার যুবক। প্রতারণার দায় এসে পড়ল তাঁর ঘাড়েই। সিমের পর এবার মোবাইলের মাধ্যমে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ। তাও এরাজ্যে নয়, কর্নাটকে। গতবছর অগাস্টে সোনারপুরের একটি দোকান থেকে সিম অ্যাক্টিভেট করার নামে হায়দরাবাদে ব্যাঙ্ক জালিয়াতি হয়। এবারেও শিরোনামে ওই একই দোকান। ওই দোকান থেকে মোবাইল কেনেন সোনারপুরের এক যুবক। 

আরও পড়ুন: দলীয় ১৯ হাজার টাকার রসিদে ১ লাখ টাকা তোলাবাজি বিজেপি ব্লক সভাপতির!

গতকাল রাতে সোনারপুর থানার পুলিসকে সঙ্গে নিয়ে যুবকের বাড়িতে আসে কর্নাটক পুলিস। যুবককে বলা হয়, ওই মোবাইল ব্যবহার করে কর্নাটকে কয়েকলক্ষ টাকার প্রতারণা হয়েছে। দেবনাথ পরিবারের দাবি তাঁরা ৭৪৯৯ টাকার ভাউচার-সহ সিলপ্যাক করা ফোন কিনেছিলেন। ২১শে জুলাই ২০১৯ সালে ফোন কেনেন সুভাসগ্রামের আকাশ টেলিকম নামে একটি দোকান থেকে। তবে তদন্তে দেখা যায়, যুবক মোবাইলটি কেনার আগেই ওই প্রতারণা হয়েছে। দোকানমালিককে আটক করেছে পুলিস। তল্লাসি চালানো হয়েছে দোকানে। 

.