২১০টি সরকারি ওয়েবসাইটে আধারের তথ্য ফাঁস!
Updated By: Jul 19, 2017, 09:05 PM IST
![২১০টি সরকারি ওয়েবসাইটে আধারের তথ্য ফাঁস! ২১০টি সরকারি ওয়েবসাইটে আধারের তথ্য ফাঁস!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/19/89429-link-aadhaar-card.jpg)
ওয়েব ডেস্ক : সরকারি ওয়েবসাইটেই আধারের তথ্য ফাঁস! রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন দফতরে এমন ওয়েবসাইটের সংখ্যা ২১০। ওয়েবসাইটগুলিতে প্রকাশ্যে কোনও ব্যক্তির আধার নম্বরের পাশাপাশি ব্যক্তিগত তথ্যও লেখা।
আজ লোকসভায় এক প্রশ্নের উত্তরে লিখিত বিবৃতি দিয়ে জানান তথ্যপ্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পি পি চৌধুরী। তিনি বলেন, এমন ওয়েবসাইটগুলির একটি তালিকা তৈরি করেছে UIDAI। প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে ওই ওয়েবসাইটগুলির উপর। যত তাড়াতাড়ি সম্ভব সেইসব তথ্য তুলে নেওয়া হবে। তবে, একইসঙ্গে তিনি বলেন, UIDAI থেকে কোনও গোপন তথ্য ফাঁস হয়নি।
আরও পড়ুন, ৩৭০ টাকা চুরির অপরাধ, ২৯ বছরের বিচারের পর ৫ বছরের জেল