ভোটে লড়ার টাকা নেই, আক্ষেপ 'নিঃস্ব' কেজরির
তাঁর দলের তহবিল নিয়ে কম প্রশ্ন ওঠেনি। বেআইনিভাবে টাকা তুলে দলের তহবিল বাড়ানোর গোপন ভিডিওতে ধরাও পড়েছিলেন এক আপ নেত্রী। সে সব দিন কেটেছে। আম আদমি পার্টি এখন দিল্লি ছাড়িয়েছে পঞ্জাব, গোয়া দখলের স্বপ্ন দেখছে। কিন্তু কেজরিওয়াল বলছেন, ''দিল্লিতে আমরা সরকার চালাচ্ছি ঠিকই, কিন্তু আম আদমি পার্টির ভোটে লড়ার মত অর্থবল নেই।''
![ভোটে লড়ার টাকা নেই, আক্ষেপ 'নিঃস্ব' কেজরির ভোটে লড়ার টাকা নেই, আক্ষেপ 'নিঃস্ব' কেজরির](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/22/63926-lpo.jpg)
ওয়েব ডেস্ক: তাঁর দলের তহবিল নিয়ে কম প্রশ্ন ওঠেনি। বেআইনিভাবে টাকা তুলে দলের তহবিল বাড়ানোর গোপন ভিডিওতে ধরাও পড়েছিলেন এক আপ নেত্রী। সে সব দিন কেটেছে। আম আদমি পার্টি এখন দিল্লি ছাড়িয়েছে পঞ্জাব, গোয়া দখলের স্বপ্ন দেখছে। কিন্তু কেজরিওয়াল বলছেন, ''দিল্লিতে আমরা সরকার চালাচ্ছি ঠিকই, কিন্তু আম আদমি পার্টির ভোটে লড়ার মত অর্থবল নেই।''
আরও পড়ুন- 'যৌন হেনস্থা' করতে গিয়ে বোনকে খুন, অভিযুক্ত দাদা
সঙ্গে কেজরি বলেছেন, এটা শুনতে কেমন লাগলেও এটাই সত্যি। দেড় বছর দিল্লিতে সরকার চালানো সত্ত্বেও আমাদের ভোটে লড়ার টাকা নেই। দিল্লির মুখ্যমন্ত্রী এমনও বলেছেন, ''আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাতে পারে। এমনকী আমার পার্টিরও কোনও টাকা নেই।''
গোয়া, পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে। কেজরি সাফ বলেছেন, ওখানে মানুষই আপের হয়ে প্রচার চালাচ্ছে। পঞ্জাবে তো বটেই কেজরি মনে করছেন গোয়াতেও ঝাঁটার জাদু চলবে।