বিন্নির বিদ্রোহে আপ-এর হনিমুন শেষের ইঙ্গিত! বিনোদ বললেন, কেজরিওয়াল মিথ্যুক আর একনায়কতন্ত্র চালাচ্ছেন
আপ-এ বিদ্রোহের সুর ক্রমেই চড়ছে। অরবিন্দ কেজরিওয়াল দলে একনায়কতন্ত্র চালাচ্ছেন। এই ভাষাতেই আজ দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন দলের বিদ্রোহী বিধায়ক বিনোদ কুমার বিন্নি। তাঁর অভিযোগ, কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও কথা বললেই দলে সেই ব্যক্তিকে তাঁর রোষের মুখে পড়তে হয়। আপের ইস্তেহার এবং সরকারের কাজকর্মে আকাশ-পাতাল তফাত্ আছে বলে অভিযোগ করেছেন বিন্নি।
আপ-এ বিদ্রোহের সুর ক্রমেই চড়ছে। অরবিন্দ কেজরিওয়াল দলে একনায়কতন্ত্র চালাচ্ছেন। এই ভাষাতেই আজ দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন দলের বিদ্রোহী বিধায়ক বিনোদ কুমার বিন্নি। তাঁর অভিযোগ, কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও কথা বললেই দলে সেই ব্যক্তিকে তাঁর রোষের মুখে পড়তে হয়। আপের ইস্তেহার এবং সরকারের কাজকর্মে আকাশ-পাতাল তফাত্ আছে বলে অভিযোগ করেছেন বিন্নি।
তিনি বলেন, দিল্লিবাসীর সঙ্গে প্রতারণা করছেন কেজরিওয়াল। জল, বিদ্যুত্, জন লোকপাল, মহিলাদের নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তুলেছেন লক্ষ্মীনগরের বিধায়ক বিন্নি। তাঁর হুঁশিয়ারি, আগামী দশ দিনে পুরনো সমস্ত প্রতিশ্রুতি সরকার পালন না করলে, ২৭ জানুয়ারি থেকে যন্তর মন্তরে তিনি আমরণ অনশনে বসবেন।