দিল্লিতে `আপ` কি সরকার গঠনের ইঙ্গিত দিলেন মণীশ সিসোদিয়া

দিল্লিতে সরকার গড়ার ইঙ্গিত দিলেন আম আদমি পার্টি নেতা মণীশ সিসোদিয়া। তাঁর দাবি, দিল্লির মানুষ চান সরকার গড়ুক আপ। রাজধানীর বিভিন্ন প্রান্তে সভা করে সেই বার্তাই পেয়েছে বলে জানিয়েছেন মণীশ সিসোদিয়া। সরকার গড়া নিয়ে নিজেদের অবস্থান সোমবার স্পষ্ট করবে আম আদমি পার্টি। আম আদমি পার্টির অবস্থান বদলানোয় কেজরিওয়ালদের ঠুকেছে বিজেপি। মিলিজুলি সরকারই কি হতে চলেছে দিল্লিতে? সোমবার উত্তরটা স্পষ্ট হয়ে যাবে। তবে এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে আম আদমি পার্টি সরকার গড়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। আপ নেতা মণীষ শিশোদিয়া সেরকমই ইঙ্গিত দিয়েছেন।

Updated By: Dec 21, 2013, 09:23 PM IST

দিল্লিতে সরকার গড়ার ইঙ্গিত দিলেন আম আদমি পার্টি নেতা মণীশ সিসোদিয়া। তাঁর দাবি, দিল্লির মানুষ চান সরকার গড়ুক আপ। রাজধানীর বিভিন্ন প্রান্তে সভা করে সেই বার্তাই পেয়েছে বলে জানিয়েছেন মণীশ সিসোদিয়া। সরকার গড়া নিয়ে নিজেদের অবস্থান সোমবার স্পষ্ট করবে আম আদমি পার্টি। আম আদমি পার্টির অবস্থান বদলানোয় কেজরিওয়ালদের ঠুকেছে বিজেপি। মিলিজুলি সরকারই কি হতে চলেছে দিল্লিতে? সোমবার উত্তরটা স্পষ্ট হয়ে যাবে। তবে এখনও পর্যন্ত যা ইঙ্গিত তাতে আম আদমি পার্টি সরকার গড়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। আপ নেতা মণীষ শিশোদিয়া সেরকমই ইঙ্গিত দিয়েছেন।

সরকার গড়ার কথা উঠতেই আম আদমি পার্টিকে ঠুকেছে বিজেপি।

কিন্তু কাদের সমর্থন নিয়ে দিল্লির সরকার গড়বে আম আদমি পার্টি। কংগ্রেসের বিরোধিতা করেই ক্ষমতায় এসেছিলেন কেজরিওয়ালরা। সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি বা কংগ্রেস কারোর হাত ধরতেই আপ রাজি নয় বলে জানিয়ে দিয়েছিল। সেই অবস্থান থেকে শেষমেষ সরেই আসছে আপ? জোড়াতালি সরকার হলেও সেই সরকার কী স্থায়ী হবে? প্রশাসক হিসেবে কেমন হবে আম আদমি পার্টি। ঘনিষ্ঠ মহলে অরবিন্দ কেজরিওয়ালরা বলছেন তাদের রাজনৈতিক সাফল্য নিয়েও উপহাস করেছিলেন অনেকেই। ২৮টি আসন জিতে মুখের উপর জবাবটা ছুঁড়ে দিয়েছেন। সরকার চালাতে গিয়ে আপ হোঁচট খাবে বলে যারা ভাবছেন সময়মতো তাদের উপযুক্ত জবাব দিয়ে দেবেন কেজরিওয়ালরা।

.