মোদীর কুশপুতুল জ্বালাতে গিয়ে জ্বলে গেলেন বিক্ষোভকারীরাই
বিক্ষোভ আন্দোলনে কুশপুতুল জ্বালানোর উপায়টা বেশ পুরনো। বিক্ষোভ আন্দোলনের যিনি প্রধান কেন্দ্রবিন্দু তার কুশপুতুল জ্বালিয়ে আন্দোলনে আগুন আনার জন্যই এমন করা হয়।
ওয়েব ডেস্ক: বিক্ষোভ আন্দোলনে কুশপুতুল জ্বালানোর উপায়টা বেশ পুরনো। বিক্ষোভ আন্দোলনের যিনি প্রধান কেন্দ্রবিন্দু তার কুশপুতুল জ্বালিয়ে আন্দোলনে আগুন আনার জন্যই এমন করা হয়।
সিমলায় কংগ্রেস আন্দোলনে নরেন্দ্র মোদীর কুশপুতুল জ্বালানোর কর্মসূচি ছিল। অসহিষ্ণুতা ইস্যু থেকে শুরু করে হেরাল্ড ইস্যু সহ রাজ্যের বিভিন্ন ঘটনা। সব কিছুর বিরোধিতা করেই এই কর্মসূচির আয়োজন করেছিল কংগ্রেস। কিন্তু মোদীর পুতুলে আগুন দিতে গিয়ে ভুল করে পেট্রোল পড়ে যায় কংগ্রেস কর্মীদের গায়ে।
আগুন ফিরে আসে বিক্ষোভকারীদের দিকে। চিত্কার শুরু হয়ে যায়। শেষ অবধি অবশ্য বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। পরে জানা যায় এই আগুনে দুই কংগ্রেস কর্মী সামান্য পুড়ে গিয়েছেন।