কাঁটা তুলে ফোটাতে হবে কমল! যুব বন্দনায় নমো
গুজরাট নির্বাচনে কংগ্রেস কর্মীদের যেভাবে উজ্জিবীত করেছেন রাহুল গান্ধী, তা প্রভাব ফেলেছে ইভিএম-এ। যার ফলে গুজরাটে পদ্মের সঙ্গেই ফুটেছে কাঁটাও। গেরুয়া শিবিরের জোড়া জয় এদিন নরেন্দ্র মোদীকে সম্বর্ধনা দেন বিজেপি সভাপতি অমিত শাহ।
নিজস্ব প্রতিবেদন: লক্ষ্য ২০১৯। কাঁটা দিয়েই তুলতে হবে কাঁটা! পদ্ম ফুটলেও যে 'যুব কাঁটা'য় বিদ্ধ বিজেপি, সেই কাঁটা তুলতে এবার শক্তপোক্ত যুব সংগঠন তৈরি করতে জোর নরেন্দ্র মোদীর।
বিজেপির যুব কর্মীদের তুলে আনার বার্তা দিলেন নরেন্দ্র মোদী। বুধবার বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে শীর্ষ নেতাদের উদ্দেশে মোদী জানান, যুব কর্মীদের তৃণমূল স্তর থেকে শীর্ষস্থানে তুলে আনতে হবে।
আরও পড়ুন- ‘সন্তুষ্ট’ করতে অপারগ, গাড়ির মধ্যে দুই স্ত্রী, সন্তানকে জ্যান্ত জ্বালিয়ে দিলেন স্বামী
গুজরাট নির্বাচনে কংগ্রেস কর্মীদের যেভাবে উজ্জিবীত করেছেন রাহুল গান্ধী, তা প্রভাব ফেলেছে ইভিএম-এ। যার ফলে গুজরাটে পদ্মের সঙ্গেই ফুটেছে কাঁটাও। গেরুয়া শিবিরের জোড়া জয় এদিন নরেন্দ্র মোদীকে সম্বর্ধনা দেন বিজেপি সভাপতি অমিত শাহ। অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে কাজ করার স্মৃতিচারণা উঠে আসে নমোর বক্তৃতায়। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বুথ ভিত্তিক সংগঠন তৈরি করে এগোনোর বার্তাও দেন তিনি।
Glimpses of BJP Parliamentary party meeting. pic.twitter.com/uiPOi7S9yi
— Amit Shah (@AmitShah) December 20, 2017
আরও পড়ুন- গুজরাট,হিমাচলের ভোট মিটতেই অমিতের নজর 'মিশন বাংলা'য়
সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমারের কথাতেও উঠে আসে 'মোদী বুলি'। তিনি বলেন, "গোটা দেশে জয় অটুট রাখতে বুথ স্তরে বিজেপি কর্মীদের সংঘবদ্ধ করার কথা বলেন নরেন্দ্র মোদী।" গুজরাট নির্বাচনে রাহুল যেভাবে সর্বস্তরে সমন্বয় রেখে এগিয়েছে তাতে বিজেপিকে দুই অঙ্কের মধ্যে বাঁধতে পেরেছে কংগ্রেস, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। পাশাপাশি প্যাটেল যুবা নেতারা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লড়াইয়ে মাঠে নেমেছে। তাই সিঁদুরে মেঘ ঘনানোর আগেই এদিন নিজেরদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার বার্তা দিলেন মোদী।