আবেদন বাতিল, অপরাধমূলক ষড়যন্ত্রের চার্জই বহাল আডবাণীদের বিরুদ্ধে

বাবরি মামলায় লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী সহ ১২ গেরুয়া নেতার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের  চার্জই বহাল রাখল বিশেষ সিবিআই আদালত। এই বারো জন নেতাই এই চার্জ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন আদালতে যা সম্পূর্ণ রূপে খারিজ করে দিয়েছেন বিচারক। আডবাণীসহ অন্যান্যরা তাঁদের আবেদনে জানিয়েছিলেন যে, তাঁরা কেউই ৬ই ডিসেম্বর'১৯৯২-এর বাবরি ধ্বংসের সঙ্গে যুক্ত নন। কিন্তু সেই আবেদনে শেষ পর্যন্ত আমল দিল না বিশেষ সিবিআই আদালত। তবে, আজ এই ১২ বিজেপি নেতাকেই মাথাপিছু ৫০ হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে বিশেষ সিবিআই আদালত।

Updated By: May 30, 2017, 04:32 PM IST
আবেদন বাতিল, অপরাধমূলক ষড়যন্ত্রের চার্জই বহাল আডবাণীদের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: বাবরি মামলায় লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী সহ ১২ গেরুয়া নেতার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের  চার্জই বহাল রাখল বিশেষ সিবিআই আদালত। এই বারো জন নেতাই এই চার্জ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন আদালতে যা সম্পূর্ণ রূপে খারিজ করে দিয়েছেন বিচারক। আডবাণীসহ অন্যান্যরা তাঁদের আবেদনে জানিয়েছিলেন যে, তাঁরা কেউই ৬ই ডিসেম্বর'১৯৯২-এর বাবরি ধ্বংসের সঙ্গে যুক্ত নন। কিন্তু সেই আবেদনে শেষ পর্যন্ত আমল দিল না বিশেষ সিবিআই আদালত। তবে, আজ এই ১২ বিজেপি নেতাকেই মাথাপিছু ৫০ হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে বিশেষ সিবিআই আদালত।

 

.