আজ শুরু রথযাত্রা
আজ শুরু হচ্ছে আডবাণীর রথ যাত্রা। বিহারের সারণ থেকে রথযাত্রা শুরু করবেন বর্ষীয়ান বিজেপি নেতা। আডবাণীর এই কর্মসূচি নিয়ে দলের অন্দরেই বিরোধ রয়েছে ।
আজ শুরু হচ্ছে আডবাণীর রথ যাত্রা। বিহারের সারণ থেকে রথযাত্রা শুরু করবেন বর্ষীয়ান বিজেপি নেতা। আডবাণীর এই কর্মসূচি নিয়ে দলের অন্দরেই বিরোধ রয়েছে । তবে যিনি প্রথম থেকেই আডবাণীর
রথযাত্রার বিরোধী ছিলেন সেই নরেন্দ্র মোদী আজ একশো আশি ডিগ্রি ঘুরে রথযাত্রাকে সমর্থন জানিয়েছেন।
ইউপিএ সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রচারাভিযান চালাতে রথযাত্রায় নামছেন লালকৃষ্ণ আডবাণী। এতদিন আডবাণীর এই রথযাত্রার পিছনে দাঁড়িয়েছিলেন বিজেপির হেভিওয়েট নেতারা। শেষবেলায় এই ইস্যুতে
দলের ঐক্যবদ্ধ ছবিটা তুলে ধরতে রথযাত্রার সমর্থনে এগিয়ে এলেন নরেন্দ্র মোদীও। জানিয়ে দিয়েছেন, আডবাণীর রথ যাত্রায় তাঁর সমর্থন রয়েছে। এর আগে এই মোদীই আডবাণীর রথযাত্রা কর্মসূচি নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন। মঙ্গলবার আডবাণী জানিয়েছেন তাঁর ষষ্ঠ রথযাত্রা কর্মসূচি দুর্নীতির বিরুদ্ধে। মঙ্গলবার বিহারের সারণ থেকে শুরু হচ্ছে আডবাণীর রথযাত্রা। সারণ যেহেতু জয়প্রকাশ
নারায়ণের জন্মস্থান, তাই রথযাত্রার সূচনার জন্য সেই স্থানটিকেই বেছে নিয়েছেন আডবাণী। তবে এই রথযাত্রার বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস, বাম, আরজেডি সহ একাধিক দল। বামেরা যেমন দুর্নীতি ইস্যুতে বিজেপির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে, কংগ্রেস তেমনই সাম্প্রদায়িক উষ্কানির অভিযোগ এনেছে। আগামী বিশে নভেম্বর শেষ হবে রথ যাত্রা। চল্লিশ দিন ধরেদেশের বিভিন্ন রাজ্যে ঘুরবে রথ।