আডবাণীর পত্র বোমা রাজনাথকে
অপ্রত্যাশিত। হতচকিত। ধাক্কা। রাজনৈতিক মহলের সর্বস্তরে এগুলোই এখন প্রতিক্রিয়ার শব্দ। সোমবার ভারতীয় জনতা পার্টির সব পদ থেকে ইস্তফা দিলেন লৌহপুরুষ লালকৃষ্ণ আডবাণী। যুক্তি, "কখনও কখনও দলের কিছু কাজ ও সিদ্ধান্তের সঙ্গে আমার মিল খুঁজে পাচ্ছি না।"
অপ্রত্যাশিত। হতচকিত। ধাক্কা। রাজনৈতিক মহলের সর্বস্তরে এগুলোই এখন প্রতিক্রিয়ার শব্দ। সোমবার ভারতীয় জনতা পার্টির সব পদ থেকে ইস্তফা দিলেন লৌহপুরুষ লালকৃষ্ণ আডবাণী। যুক্তি, "কখনও কখনও দলের কিছু কাজ ও সিদ্ধান্তের সঙ্গে আমার মিল খুঁজে পাচ্ছি না।"
মোদীকে নির্বাচনী প্রচারের মুখ করায় বেশ অখুশিই ছিলেন আদবাণী। মোদীকে প্রাধান্য দেওয়ার জন্য ইস্তফা দিলেন আদবাণী। এ নিয়ে এখন আর দ্বিমতের কোনও কারণ নেই।
বিজেপি সভাপতি রাজনাথ সিংকে চিঠিতে আডবাণী লিখেছেন:
প্রিয় শ্রী রাজনাথ সিংজি,
সারা জীবন আমি জন সংঘ ও ভারতীয় জনতা পার্টির কাজ করে যাওয়াকেই গর্ব ও সীমাহীন পরিতৃপ্তির বিষয় ভেবে ভেবে এসেছি।
কখনও দলের বর্তমান কাজকর্ম অথবা নির্দেশগুলির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া কঠিন হয়ে ওঠে। ড: মুখার্জি, দীন দয়ালজী, নানাজী ও বাজপায়ীজীর আদর্শে গঠিত দলের সঙ্গে আমি এর কোনও মিল খুঁজে পাই না। তাঁরা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাওয়ার কথাই বলেছিলেন। বর্তমানে আমাদের বেশিরভাগ নেতাই তাঁদের ব্যক্তিগত এজেন্ডার বিষয়েই উৎসাহী।
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, দলের তিনটি শীর্ষ পদ, জাতীয় কর্মসমিতি, সংসদীয় বোর্ড এবং নির্বাচনী কমিটি থেকে ইস্তফা দিচ্ছি। এই চিঠিকেই আমার ইস্তফা পত্র ধরে নেওয়া হোক।
আপনার অনুগত
এল.কে.আডবাণী
(ছবিতে দেওয়া হল আডবাণীর সই করা সেই চিঠি)