Afghanistan: চাদারি পরতে চাই না, স্বাধীনতা চাই, তালিবান-শাসনে আতঙ্কিত আফগান তরুণী
তালিবানের দখলে কাবুল যেতেই আফগান সাংসদ ও নেতারা চলে এসেছেন ভারতে। অন্তত ২০০ জনের দল এসেছে নয়াদিল্লিতে।
নিজস্ব প্রতিবেদন: কাবুল থেকে অনেক দূরে। কিন্তু এখান থেকেও আফগানিস্তানের পরিস্থিতি ভাবিত করে তুলেছে আফগান নাগরিকদের। একইসঙ্গে পরিজনদের নিয়ে আশঙ্কিত তাঁরা। মহিলাদের স্বাধীনতা আর থাকল না। দিল্লি বিমানবন্দরে নেমে ফুঁপিয়ে কাঁদলেন এক আফগান নারী। আর আফগান মহিলা বললেন,'আমরা স্বাধীনতা চাই।'
সংবাদ সংস্থাকে এক আফগান মহিলা বলেন, 'ওখানে পরিস্থিতি প্রচণ্ড বিপজ্জনক। আমি চাদারি পরতে চাই না। স্বাধীনতা চাই। শান্তি খেতে, ঘুমোতে পারছি না।'
The situation is really dangerous there. We don't want to wear Chadaree. I want freedom. I am not able to sleep & eat in peace, says Arifa, an Afghan national pic.twitter.com/pAJ5mERgsj
— ANI (@ANI) August 15, 2021
আবদুল কাজিরের কথায়,'হেরাটে আমার আত্মীয়রা থাকেন। সব কিছু বন্ধ সেখানে। শান্তি নেই। চাদারি ছাড়া মেয়েদের বাড়ির বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। স্বাধীনতা চাই আমরা।'
"My relatives live in Herat, Afghanistan. Everything is shut there. There is no peace. Women and girls are not allowed to go outside without wearing Chadaree. We want independence," says Abdul Kazir pic.twitter.com/7RPuHEkhaP
— ANI (@ANI) August 15, 2021
আফগান নেতৃত্বের উপরে ক্ষোভ উগড়ে দিলেন হিদায়েতউল্লাহ। তিনি বলেন,'নাগরিকদের ফেলে নেতারা পালাচ্ছেন।'
Delhi | Afghan nationals are worried over developments back home
"Leaders are running away & civilians are facing hardships. I've spoken to my friends who told me that Taliban have entered Kabul. Recently I've lost my cousin due to this war," says Hidayatullah in Jangpura pic.twitter.com/tDlsvBnVfg
— ANI (@ANI) August 15, 2021
তালিবানের দখলে কাবুল যেতেই আফগান সাংসদ ও নেতারা চলে এসেছেন ভারতে। অন্তত ২০০ জনের দল এসেছে নয়াদিল্লিতে। ভারত সরকার আগেই আশ্রয়দানের কথা জানিয়েছিল।
আরও পড়ুন- Afghanistan: বাঁধ থেকে সড়ক নির্মাণে ৩ বিলিয়ন ডলার খসিয়েছে ভারত, সবটাই জলে?