Afghanistan: চাদারি পরতে চাই না, স্বাধীনতা চাই, তালিবান-শাসনে আতঙ্কিত আফগান তরুণী

তালিবানের দখলে কাবুল যেতেই আফগান সাংসদ ও নেতারা চলে এসেছেন ভারতে। অন্তত ২০০ জনের দল এসেছে নয়াদিল্লিতে।

Updated By: Aug 15, 2021, 11:31 PM IST
Afghanistan: চাদারি পরতে চাই না, স্বাধীনতা চাই, তালিবান-শাসনে আতঙ্কিত আফগান তরুণী

নিজস্ব প্রতিবেদন: কাবুল থেকে অনেক দূরে। কিন্তু এখান থেকেও আফগানিস্তানের পরিস্থিতি ভাবিত করে তুলেছে আফগান নাগরিকদের। একইসঙ্গে পরিজনদের নিয়ে আশঙ্কিত তাঁরা। মহিলাদের স্বাধীনতা আর থাকল না। দিল্লি বিমানবন্দরে নেমে ফুঁপিয়ে কাঁদলেন এক আফগান  নারী। আর আফগান মহিলা বললেন,'আমরা স্বাধীনতা চাই।'

সংবাদ সংস্থাকে এক আফগান মহিলা বলেন, 'ওখানে পরিস্থিতি প্রচণ্ড বিপজ্জনক। আমি চাদারি পরতে চাই না। স্বাধীনতা চাই। শান্তি খেতে, ঘুমোতে পারছি না।'

আবদুল কাজিরের কথায়,'হেরাটে আমার আত্মীয়রা থাকেন। সব কিছু বন্ধ সেখানে। শান্তি নেই। চাদারি ছাড়া মেয়েদের বাড়ির বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। স্বাধীনতা চাই আমরা।'     

আফগান নেতৃত্বের উপরে ক্ষোভ উগড়ে দিলেন হিদায়েতউল্লাহ। তিনি বলেন,'নাগরিকদের ফেলে নেতারা পালাচ্ছেন।'

তালিবানের দখলে কাবুল যেতেই আফগান সাংসদ ও নেতারা চলে এসেছেন ভারতে। অন্তত ২০০ জনের দল এসেছে নয়াদিল্লিতে। ভারত সরকার আগেই আশ্রয়দানের কথা জানিয়েছিল। 

আরও পড়ুন- Afghanistan: বাঁধ থেকে সড়ক নির্মাণে ৩ বিলিয়ন ডলার খসিয়েছে ভারত, সবটাই জলে?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.