চার দিনের অনশনের পরেও ধর্ষকদের গ্রেফতার করেনি পুলিস, উত্তর প্রদেশের হতাশ কিশোরী আত্মহত্যার চেষ্টা করল

চার দিনের অনশনেও টনক নড়েনি পুলিসের। তার ধর্ষকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই পুলিস প্রশাসন। হতাশায় শেষপর্যন্ত বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল উত্তর প্রদেশের বিজনোরের এক কিশোরী।

Updated By: Feb 22, 2014, 08:59 PM IST

চার দিনের অনশনেও টনক নড়েনি পুলিসের। তার ধর্ষকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই পুলিস প্রশাসন। হতাশায় শেষপর্যন্ত বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল উত্তর প্রদেশের বিজনোরের এক কিশোরী।

বিজনোরের জেলা হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে মেয়েটির শারীরিক অবস্থার উন্নতি হলেও বর্তমানে এখনও তাকে পর্যবেক্ষণে রাখতে হবে।

চলতি মাসের ২ তারিখ টিউশন থেকে ফেরার পথে চার ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ এনেছিল ওই কিশোরী। পুলিসের কাছে অভিযোগ দায়ের করার পরেও পুলিস অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেইনি। এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের শাস্তির দাবিতে আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নেয় নিগৃহীতা কিশোরী।

অনশন স্থল থেকেই মেয়েটি পুলিসের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছিল ``আমার ধর্ষকরা দাবি করেছিল আমি যা কিছুই করি না কেন ওদের তাতে বিন্দুমাত্র কোনও ক্ষতি হবে না। পুলিস ওই লোকগুলোর কাছ থেকে টাকা নিয়ে ওদের পক্ষেই কথা বলছে।``

কিশোরীর অনশন স্থলের কিছুটা দূরেই মেয়েটির অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদে নামে অভিযুক্ত চার ব্যক্তি।

মেয়েটি দাবি করেছে পুলিস তাকে কথা দিয়েছিল তার অনশন ভাঙার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করবে তারা। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিস কোনও ব্যবস্থা না নেওয়ায় আত্মহত্যার পথ বেছে নেয় মেয়েটি।

মেয়েটির মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। সে ধর্ষিত হয়েছিল কিনা জানা যাবে সেই মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতেই।

.