মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানের জানলা খুলে আহত ৩ যাত্রী
২০১৪ সালে মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানেও একই ধরনের ঘটনা ঘটে। তাতে ২২জন যাত্রী আহত হয়েছিলেন।
নিজস্ব প্রতিবেদন : মাঝ আকাশে বিমানের জানলার প্যানেল খুলে আহত হয়েছেন তিন যাত্রী। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অমৃতসর থেকে দিল্লি যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার বিমান বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে এই ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে অসামরিক বিমান চলাচল মন্ত্রক।
জানা গেছে, গত বৃহস্পতিবার অমৃতসর থেকে দিল্লি যাচ্ছিল বিমানটি। আকাশে উড়ার ১০ মিনিট পর হঠাত্ই একটি জানলার ভিতরের দিকের প্যানেলটি খুলে গিয়ে ছিটকে এসে লাগে ১৮-এ নম্বর আসনের যাত্রীর গায়ে। ঘটনায় গুরুতর জখম হন তিনি। এই ঘটনার জেরে বিমানে বাতাসের চাপ কমে যেতে শুরু করে। ফলে আতঙ্ক ছড়ায় সেখানে। অনেকেই অক্সিজেন মাস্ক লাগিয়েও আতঙ্কে চিত্কার শুরু করে দেন। হুড়োহুড়িতে আরও দুই যাত্রীও আহত হন।
আরও পড়ুন- শিশুধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডের অধ্যাদেশে অনুমোদন রাষ্ট্রপতির
বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বিমান চালক সঙ্গে সঙ্গেই এটিসি-র সঙ্গে যোগাযোগ করেন। দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই আহত তিন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে মাঝ আকাশে এই ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
#WATCH Air India flight from Amritsar to Delhi experienced severe turbulence and three passengers sustained minor injuries. A window panel also fell off. DGCA begins probe (19.4.18) pic.twitter.com/WBp0v56oTy
— ANI (@ANI) April 22, 2018
২০১৪ সালে মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানেও একই ধরনের ঘটনা ঘটে। তাতে ২২জন যাত্রী আহত হয়েছিলেন।