ছররার বিকল্পের হদিশ দিল সেনা বাহিনী
ছররার ব্যবহার ঘিরে বিতর্কটা ছিলই। সেনা বাহিনীর তরফ থেকে ছরার বিকল্প হিসাবে পিপার (মরিচ)শট, চিলি (লঙ্কা) গ্রেনেডের মতো বিকল্প অস্ত্রের সুপারিশ করা হয়েছে।
ওয়েব ডেস্ক: ছররার ব্যবহার ঘিরে বিতর্কটা ছিলই। সেনা বাহিনীর তরফ থেকে ছরার বিকল্প হিসাবে পিপার (মরিচ)শট, চিলি (লঙ্কা) গ্রেনেডের মতো বিকল্প অস্ত্রের সুপারিশ করা হয়েছে।
সম্প্রতি ছররার আঘাতে কাশ্মীরে অনেকেই চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন বা দুরারোগ্য চোখের ব্যাধিতে ভুগছেন। তাই সব মহল থেকেই ছররার পরিবর্তে 'কম ক্ষতিকারক' কোনও অস্ত্র ব্যবহারের জন্য সরকারকে চাপ দিচ্ছিল। সরকার তাই একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করে দেয় এই বিষয়ে বিকল্প পথ খোঁজার জন্য।
আরও পড়ুন- কাশ্মীরে ছররা ব্যবহারের বিরুদ্ধে পাকিস্তানের অভিনব প্রতিবাদ
কমিটির অন্যতম, নর্দান আর্মি কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল ডি এস হুডা জানিয়েছেন যে সেনার তরফ থেকে 'কম ক্ষতিকারক' অস্ত্রের সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, কাশ্মীরের সাম্প্রতিক উত্তেজনাপ্রবণ পরিস্থিতিতে ছরারর ব্যবহার সংক্রাম্ত মামলায় জম্মু-কাশ্মীর হাই কোর্ট প্রশ্ন তোলে ছরারা ব্যবহার করলেও কেন তা হাঁটুর ওপরে করা হল? দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলই ছররার তীব্র বিরোধীতা করেছে।