মেরঠে ভাঙা হল আম্বেদকরের মূর্তি, রাস্তায় নেমে বিক্ষোভ দলিতদের
আম্বেদকরের মূর্তি ভাঙার ঘটনায় গোটা মাওয়ানা জুড়েই প্রবল বিক্ষোভের সৃষ্টি হয়। রাস্তায় নেমে পড়ে এলাকার একাধিক দলিত সংগঠন। মাওয়ানার বিভিন্ন রাস্তা অবরোধ করেন দলিতরা
নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় লেনিন, কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও তামিলনাড়ুতে রামস্বামী পেরিটারের মূর্তি ভাঙার পর এবার সেই একই ঘটনা ঘটল যোগীর রাজ্যেও। মঙ্গলবার গভীর রাতে ইউপি-র মেরঠের মাওয়ানায় মূর্তি ভাঙা হল বি আর আম্বেদকরের।
Dr BR Ambedkar's statue vandalised by unidentified people in Meerut's Mawana late last night; Dalit community held protest & blocked traffic in the morning, ended the protest after assurance from the administration of installation of new statue pic.twitter.com/DAAcq6g5Wf
— ANI UP (@ANINewsUP) March 7, 2018
আম্বেদকরের মূর্তি ভাঙার ঘটনায় গোটা মাওয়ানা জুড়েই প্রবল বিক্ষোভের সৃষ্টি হয়। রাস্তায় নেমে পড়ে এলাকার একাধিক দলিত সংগঠন। মাওয়ানার বিভিন্ন রাস্তা অবরোধ করেন দলিতরা। পরিস্থিতি বেগতিক দেখে মাঠে নামতে বাধ্য হয় পুলিস। ভাঙা মূর্তির পরিবর্তে নতুন মূর্তি বসিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেয় জেলা প্রশাসন। তার পরেই অবরোধ তুলে নেন দলিতরা।
আরও পড়ুন-পিএনবি কাণ্ডে গ্রেফতার জালিয়াতির ‘মাথা’ বিপুল
উল্লেখ্য, দেশের বিভিন্ন অংশে বিশিষ্ট ব্যক্তিদের মূর্তি ভাঙার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তার পরে ফের মূর্তিভাঙার ঘটনা সামনে এল। গত ৫ মার্চ আলিগড়ে আম্বেদকরের এক মূর্তি ভেঙে দেওয়া হয়। ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এখনও পর্যন্ত ২টি লেনিন মূর্তি ভাঙা হয়েছে।