দেড় ঘণ্টায় পুনা থেকে মুম্বই! হৃদপিণ্ড প্রতিস্থাপনে প্রাণ ফিরল কিশোরের

কথায় বলে 'ফরচুন ফেভারস্ দ্যা ব্রেভ’। আর তাই ব্রেভ হার্টকেই এবার রক্ষা করল আরও এক সাহসী উদ্যোগ। মাত্র ১ ঘণ্টা ৩৫ মিনিটে প্রতিস্থাপনের জন্য পুনা থেকে মুম্বইয়ে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে আসা হল একটি হৃদপিণ্ড। আর তাতেই রক্ষা পেল বছর ১৪-র এক কিশোরের প্রাণ।

Updated By: May 14, 2016, 05:48 PM IST
দেড় ঘণ্টায় পুনা থেকে মুম্বই! হৃদপিণ্ড প্রতিস্থাপনে প্রাণ ফিরল কিশোরের

ওয়েব ডেক্স : কথায় বলে 'ফরচুন ফেভারস্ দ্যা ব্রেভ’। আর তাই ব্রেভ হার্টকেই এবার রক্ষা করল আরও এক সাহসী উদ্যোগ। মাত্র ১ ঘণ্টা ৩৫ মিনিটে প্রতিস্থাপনের জন্য পুনা থেকে মুম্বইয়ে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে আসা হল একটি হৃদপিণ্ড। আর তাতেই রক্ষা পেল বছর ১৪-র এক কিশোরের প্রাণ।

আরও পড়ুন, চার বছর আগে মৃত ছেলের হৃদপিণ্ড থেকে ধুকপুক শব্দ শুনলেন মা!

সাধারণভাবে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে ৩ ঘণ্টা সময়। কিন্তু, চিকিত্কদের হাতে সময় কম। যে করেই হোক সময়ের মধ্যে হৃদপিণ্ড প্রতিস্থাপন করে বাঁচিয়ে তুলতে হবে কিশোরটিকে। তাই এই চান্সটি মিস করার উপায় নেই। সময়ে আগে পৌঁছতে তৈরি করা হল একটি গ্রিন করিডর। এখানে গাড়ি অপ্রতিরোধ্য গতিতে চলতে পারে। আর সেই পথেই অবশেষে পুনা থেকে মুম্বই পৌঁছয় হৃদপিণ্ডটি। প্রতিস্থাপিত হওয়ার পর প্রাণ বাঁচে কিশোরের।

আরও পড়ুন, ভরদুপুরে গাড়িতে চেপে ‘জ্যান্ত হৃদপিণ্ড’ পাড়ি দিল ৩৭ কিমি রাস্তা!

.