হাতির জন্য অ্যাম্বুলেন্স
হাতিদের জন্য অ্যাম্বুলেন্স কেরলে। অভয়ারণ্যের হাতিদের জন্য বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কেরল বন দফতর। অসুস্থ হাতিদের স্থানান্তরের জন্য ব্যবহৃত হবে অ্যাম্বুলেন্সটি। লোকালয়ে ঢুকে পড়া হাতি তাড়াতে কুনকি হাতি নিয়ে আসবে এই অ্যাম্বুলেন্সটি।
ওয়েব ডেস্ক: হাতিদের জন্য অ্যাম্বুলেন্স কেরলে। অভয়ারণ্যের হাতিদের জন্য বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কেরল বন দফতর। অসুস্থ হাতিদের স্থানান্তরের জন্য ব্যবহৃত হবে অ্যাম্বুলেন্সটি। লোকালয়ে ঢুকে পড়া হাতি তাড়াতে কুনকি হাতি নিয়ে আসবে এই অ্যাম্বুলেন্সটি।
শুধু অ্যাম্বুলেন্সই নয়, তার সঙ্গে রয়েছে মেডিক্যাল কিট, ইমারজেন্সি টুলস। এমনকি তড়িঘড়ি খাদ্য ও জল সরবাহ করার জন্যও ব্যবস্থা করছে কেরল বন দফতর। মুথাঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের ওপর ভিত্তি করেই এই অ্যাম্বুলেন্স তৈরি করা হয়েছে।
একটি লরি কেটেই অ্যাম্বুলেন্সের মত ডিজাইন করা হয়েছে। ২০০ টোন ওজন ওই অ্যাম্বুলেন্সে বহন করা যাবে, ওর মধ্যে থাকবে ওয়াটার ট্যাঙ্কও।