'আমি সমুদ্র, ফিরে আসব,' ২০১২ সালে সিবিআই-ছাড় পেয়ে হুঙ্কার দিয়েছিলেন অমিত
২০১০ সালের ২৫ জুলাই সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলায় অমিত শাহকে গ্রেফতার করেছিল সিবিআই।
নিজস্ব প্রতিবেদন: 'আমি ফিরে আসব।' দীর্ঘ ২ বছর নির্বাসনের পর ২০১২ সালে গুজরাটে পা রেখে হুঙ্কার দিয়েছিলেন অমিত শাহ। চিদম্বরমের গ্রেফতারির পর ইতিহাসের পাতা থেকে ফিরে এসেছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর সেদিনের মন্তব্য।
২০১০ সালের ২৫ জুলাই সোহরাবুদ্দিন শেখ ভুয়ো সংঘর্ষ মামলায় অমিত শাহকে গ্রেফতার করেছিল সিবিআই। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পি চিদম্বরম। ২০০৫ সালে অমিতের কথায় গ্যাংস্টার সোহরাবুদ্দিন শেখকে গুজরাট পুলিস খুন করেছিল বলে অভিযোগ। সোহরাবুদ্দিনের বিরুদ্ধে তখন ৬০টি মামলা ঝুলে ছিল। ২০১০ সালের জানুয়ারিতে মামলা তদন্তের ভার সিবিআই-কে দেয় সুপ্রিম কোর্ট। তার ৬ মাস পর ২৫ জুলাই অমিত শাহকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। অক্টোবরে গুজরাট হাইকোর্টে জামিন পান অমিত শাহ। কিন্তু গুজরাটে থাকলে তিনি তদন্তে প্রভাব ফেলতে পারেন বলে আদালতে জানায় সিবিআই। আদালতের নির্দেশে ২ বছর নিজের রাজ্যের বাইরে থাকেন শাহ।
২০১২ সালে কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন অমিত শাহ। নিজের রাজ্যে ফিরে গুজরাটিতে একটি কবিতা বলেছিলেন, 'মেরা পানি উতারতে দেখ কিনারে পার ঘর মত বানা লেনা, ম্যাঁ সমুন্দর হুঁ, লউট কর আয়ুঙ্গা।' বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, জল থিতিয়ে গেলে পারে বাড়ি বানাবেন না, আমি সমুদ্র, ফিরে আসব।
મારી ઓટ જોઈ કોઈ કિનારે ઘર ન બાંધે,
હું સમંદર છું, પાછો આવીશ.2010 में गिरफ्तार होने के बाद गुजरात से बाहर भेजे गए @HMOIndia@AmitShah ने 2012 वापस लौटने पर ये शेर बोला था।
जिसका मतलब होता है
मेरा पानी उतरते देख,किनारे पर घर मत बना लेना
मैं समुन्दर हूँ,लौट कर जरूर आऊंगा#Karma— Nirnay Kapoor (@nirnaykapoor) August 21, 2019
সময় বদলে গিয়েছে। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর আইএনএক্স মিডিয়ার কেলেঙ্কারির অভিযোগে চিদম্বরমকে গ্রেফতার করেছে সিবিআই। সে বার রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ করেছিল বিজেপি। এবার সেই বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ করছে কংগ্রেস।
আরও পড়ুন- জাকির নায়েকের সংস্থাকে অর্থ সাহায্য, চিদম্বরম পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ