বলরামপুরে জোড়া রহস্যমৃত্যুতে অমিতের নিশানায় মমতা
বলরামপুরে জোড়া রহস্যমৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপির।
নিজস্ব প্রতিবেদন: বলরামপুরে আর এক যুবকের রহস্যমৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অমিত শাহ। টুইটারে তিনি লিখেছেন, ''পশ্চিমবঙ্গে বর্বরতা ও হিংসা অব্যাহত। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।''
শনিবার সকালে পুরুলিয়ার বলরামপুরের ডাভা গ্রামে উদ্ধার হয় দুলাল কুমারের ঝুলন্ত দেহ। ৩০ মে এই বলরামপুরেরই সুপুডি গ্রামে উদ্ধার হয়েছিল ত্রিলোচন মাহাতর ঝুলন্ত দেহ। বিজেপির দাবি, দুলাল ও ত্রিলোচন তাদের কর্মী। এদিন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সাংগঠনিক নেতা রামলালকে ফোন করে এ বিষয়ে খোঁজখবর নেন অমিত শাহ। এরপর টুইটারে মমতাকে বিঁধে তিনি লেখেন, ''বিজেপি কর্মী দুলাল কুমারের মৃত্যুর খবর পেয়ে বিধ্বস্ত বোধ করছি। বাংলায় বর্বরতা ও হিংসা অবাধে চলছে। এটা অমানবিক এবং লজ্জাজনক। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দুলালের শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানাচ্ছি। দুলালের পরিবারের যন্ত্রণা অনুভব করছেন বিজেপির লক্ষাধিক কর্মী। ঈশ্বর পরিবারের পাশে থাকুন।''
Distressed to know about yet another killing of BJP karyakarta Dulal Kumar in Balrampur, West Bengal. This continued brutality and violence in the land of West Bengal is shameful and inhuman. Mamata Banerjee’s govt has completely failed to maintain law and order in the state. pic.twitter.com/jrA1prcs91
— Amit Shah (@AmitShah) June 2, 2018
I express my deepest condolences to the bereaved family. I along with millions of BJP karyakartas share grief of Dulal Kumar’s family. May God give his family the strength to withstand this irreparable loss. Om Shanti Shanti Shanti.
— Amit Shah (@AmitShah) June 2, 2018
ত্রিলোচন ও দুলালের রহস্যমৃত্যুর পর বিজেপির অভিযোগ, দল করার অপরাধেই তাঁদের খুন করা হয়েছে। গেরুয়া শিবিরের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে শাসক তৃণমূল। দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন টুইটারে লেখেন, ''এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি। সবদিক খতিয়ে দেখা উচিত। বর্বরোচিত অপরাধের জন্য শাস্তি পাওয়া উচিত দোষীদের। ঝাড়খণ্ড সীমানার কী ভূমিকা? বজরং দল, মাও বা বিজেপির ভূমিকাও খতিয়ে দেখতে হবে। প্রকৃত তদন্তের পরই সত্য বেরিয়ে আসবে।''
We strongly condemn this despicable killing.All angles must be probed.The perpetrators of this heinous act must be punished. What role did Jharkhand border have to play? What elements of Bajrang Dal, Maoist or BJP involved. Let the truth be found out through proper investigation
— Derek O'Brien (@derekobrienmp) June 2, 2018