ইয়াকুব হত্যার 'অনজাম' ভুগতো হবে ভারতকে, হুমকি ছোটা শাকিলের
ইয়াকুব মেমনের মৃত্যুর পরিণাম ভারতকে ভুগতে হবে। এভাবেই বদলার হুমকি দিলেন মুম্বই বিস্ফোরণের মূলচক্রী দাউদ ইব্রাহিমের ডান হাত ছোটা শাকিল। ইয়াকুবের মৃত্যুদণ্ড বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন শাকিল। ইয়াকুবের মৃত্যুদণ্ড 'আইনি হত্যা।' বলেছেন তিনি।
ওয়েব ডেস্ক: ইয়াকুব মেমনের মৃত্যুর পরিণাম ভারতকে ভুগতে হবে। এভাবেই বদলার হুমকি দিলেন মুম্বই বিস্ফোরণের মূলচক্রী দাউদ ইব্রাহিমের ডান হাত ছোটা শাকিল। ইয়াকুবের মৃত্যুদণ্ড বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন শাকিল। ইয়াকুবের মৃত্যুদণ্ড 'আইনি হত্যা।' বলেছেন তিনি।
ইয়াকুবকে যেভাবে মারা হয়েছে তাতে কোনও সন্ত্রাসবাদীই দেশে ফিরবেন না। দাউদ যদি ফিরতেন তাকেও এভাবেই হত্যা করতো রাষ্ট্র। শাকিল বলেন, "ভারত সরকার কী বার্তা দিতে চাইল? একজন মানুষকে তার ভাইয়ের অপরাধের সাজা ভুগতে হল। এটা আইনি হত্যা...ওটা (পরিণাম) তো হবেই। টাইগার মেমন ছিলেন মূল অভিযুক্ত। ইয়াকুব ভাইকে দাউদের সঙ্গে যোগাযোগ রাখার কারণে ধরা হয়েছিল। যা সত্যি নয়।" একটি ইংরেজি দৈনিককে ফোনে জানান শাকিল।
শাকিল নিজেও ১৯৯৩ মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত।