দুর্নীতির বিরুদ্ধে `সেকেন্ড ইনিংসে` আন্না হাজারে

নতুন দল গড়ার একদিন পর রাজধানী দিল্লিতে নতুন দফতর উদ্বোধনে আন্না হাজারে। গতকালই ১৫ জন সদস্য নিয়ে দুর্নীতি বিরোধী লড়াইয়ের সেকেন্ড ইনিংস শুরু করেন আন্না। দু`মাস সক্রিয় আন্দোলন থেকে দূরে থাকার পর, দক্ষিণ দিল্লির সর্বদয়া এনক্লেভে আন্নার দফতর শুরু করার মধ্যে রাজনৈতিক রণকৌশলের ইঙ্গিত পাচ্ছেন বিশেষজ্ঞ মহল।

Updated By: Nov 11, 2012, 01:01 PM IST

নতুন দল গড়ার একদিন পর রাজধানী দিল্লিতে নতুন দফতর উদ্বোধনে আন্না হাজারে। গতকালই ১৫ জন সদস্য নিয়ে দুর্নীতি বিরোধী লড়াইয়ের সেকেন্ড ইনিংস শুরু করেন আন্না। দু`মাস সক্রিয় আন্দোলন থেকে দূরে থাকার পর, দক্ষিণ দিল্লির সর্বদয়া এনক্লেভে আন্নার দফতর শুরু করার মধ্যে রাজনৈতিক রণকৌশলের ইঙ্গিত পাচ্ছেন বিশেষজ্ঞ মহল।
দ্বিতীয় দফার আন্দোলনের ব্লুপ্রিন্টের বিষয়েও এদিন খোলসা করেন বর্ষিয়ান এই সমাজকর্মী। আগামী বছরের ৩০ জানুয়ারি থেকে তাঁরা দেশব্যাপী আন্দোলনে নামতে চলেছেন বলে জানিয়েছেন আন্না। মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণকারণকারী আন্না, আন্দোলন শুরু করার জন্য গান্ধীজীর মৃত্যু দিনকে বেছে নেওয়ার মধ্যে দিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দেওয়ার চেষ্ঠা করেছেন।
গতকালই কিরণ বেদী, মেধা পাটকরদের সঙ্গে আলোচনার পরই আন্না তাঁর নতুন দলের কথা ঘোষণা করেন। আন্না সদস্যের নতুন মুখের মধ্যে, পাঞ্জাব পুলিসের প্রাক্তন ডিজিপি শশিকান্ত, প্রাক্তন আইএএস আধিকারিক অবিনাশ ধর্মাধিকারীরা উল্লেখ্য।

.