হিমঘর থেকে দাঙ্গা প্রতিরোধ বিল বাড় করে আনছে কেন্দ্র, সংসদে শীতকালীন অধিবেশনেই পেশ করা হবে এই বিল
ফের হিমঘর থেকে দাঙ্গা প্রতিরোধ বিল বের করে আনছে কেন্দ্র। সংসদে শীতকালীন অধিবেশনেই এই বিল পেশ করতে চায় মনমোহন সিং সরকার। প্রায় দুবছর পর হঠাত এই বিল নিয়ে নাড়াচাড়া কেন? রাজনৈতিক মহলের অনুমান, নরেন্দ্র মোদীর মোকাবিলায় এটাকেই হাতিয়ার করতে চায় কংগ্রেস। নরেন্দ্র মোদীর মোকাবিলায় নানা অংক কষছে কংগ্রেস । আর সেই অঙ্কেরই অন্যতম চালটা হয়তো হতে চলেছে দাঙ্গা প্রতিরোধ বিল। সংসদের শীতকালীন অধিবেশনেই এই বিল পেশ করতে চায় কেন্দ্র।
ফের হিমঘর থেকে দাঙ্গা প্রতিরোধ বিল বের করে আনছে কেন্দ্র। সংসদে শীতকালীন অধিবেশনেই এই বিল পেশ করতে চায় মনমোহন সিং সরকার। প্রায় দুবছর পর হঠাত এই বিল নিয়ে নাড়াচাড়া কেন? রাজনৈতিক মহলের অনুমান, নরেন্দ্র মোদীর মোকাবিলায় এটাকেই হাতিয়ার করতে চায় কংগ্রেস। নরেন্দ্র মোদীর মোকাবিলায় নানা অংক কষছে কংগ্রেস । আর সেই অঙ্কেরই অন্যতম চালটা হয়তো হতে চলেছে দাঙ্গা প্রতিরোধ বিল। সংসদের শীতকালীন অধিবেশনেই এই বিল পেশ করতে চায় কেন্দ্র।
কী আছে এই বিলে? যেকোনওরকম হিংসা প্রতিরোধে কেন্দ্র এবং রাজ্যের দায়িত্ব বাড়িয়ে দেওয়ার উল্লেখ রয়েছে খসড়া বিলে।
ধর্মীয় এবং ভাষাগত দিক থেকে সংখ্যালঘুদের ওপর হিংসা প্রতিরোধের নিদান থাকছে বিলে । তফশিলি জাতি এবং উপজাতিদের ওপর হিংসা প্রতিরোধেও কঠোর ব্যবস্থার প্রস্তাব রাখা হয়েছে।
হিংসায় ক্ষতিগ্রস্তদের আইনি অধিকারকে আরও জোরালো করার প্রস্তাব রাখা হচ্ছে।
যারা হিংসার শিকার হচ্ছেন, তাদের ক্ষতিপূরণের ক্ষেত্রেও যাতে কোনওরকম বিভেদ না থাকে তারও উল্লেখ রয়েছে খসড়ায়।
এখানেই শেষ না। হিংসা প্রতিরোধে সরকারি আধিকারিকদের ভূমিকাও আতসকাচের তলায় আনার প্রস্তাব রয়েছে। কোনওরকম গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
হিংসা মোকাবিলায় ন্যাশনাল অথরিটি ফর কমিউনাল হারমনি, জাস্টিস অ্যান্ড রিপারেশন তৈরিরও প্রস্তাব রাখা হয়েছে। যদিও, এই অথরিটির সুপারিশই শেষ কথা বলবে না।
বিলের খসড়া তৈরি করেছে জাতীয় উপদেষ্টা কাউন্সিল। যার শীর্ষে রয়েছেন সোনিয়া গান্ধী।
দুবছর কার্যত হিমঘরে থাকার পর হঠাত কেন টেনে বের করা হচ্ছে এই বিলকে? রাজনৈতিক মহলের অনুমান, লোকসভা ভোটের মুখে নরেন্দ্র মোদীকে কোণঠাসা করতেই কংগ্রেসের এই তত্পরতা। স্বভাবতই তোপ দেগেছে বিজেপিও।
তবে এই বিল নিয়ে জেডিইউ-কে পাশে পেয়ে গিয়েছে কেন্দ্র।
সরকারের সুরে সুর মেলানোর ইঙ্গিত দিয়েছে ন্যাশনাল কনফারেন্সও। শুধু বিজেপির মোকাবিলা না, মুজফ্ফরনগর ইস্যুতে সপা-কে কড়া বার্তা দেওয়ার কাজটাও এই বিল মারফত করে ফেলতে চাইছে কংগ্রেস। সরকার চাইছে, সংসদে আলোচনার মাধ্যমেই পাশ হোক এই বিল। দাঙ্গা প্রতিরোধ বিল নিয়ে আর অর্ডিন্যান্স জারির পথে হাঁটতে নারাজ কেন্দ্র।