শ্রীনগর থেকে অন্তত ৭০ জন জঙ্গি-পাকপন্থী বিচ্ছিন্নতাবাদীকে তুলে আনা হল আগরায়
জম্মু-কাশ্মীরে শান্তিরক্ষায় নজিরবিহীন সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের।
নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরে নিরাপত্তা সুনিশ্চিত করতে জেল থেকে সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদী নেতাদের উড়িয়ে নিয়ে যাওয়া হল আগরায়। সূত্রের খবর, উপত্যকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এহেন সিদ্ধান্ত।
জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ রদ করেছে কেন্দ্রীয় সরকার। তার আগে থেকে বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা উপত্যকা। গৃহবন্দি ও গ্রেফতার করা হয়েছে বিচ্ছিন্নবাদী নেতা ও পিডিপি-এনসি নেতৃত্বকে। এবার বায়ুসেনার বিশেষ বিমানে শ্রীনগরের জেল থেকে উড়িয়ে আনা হল কমপক্ষে ৭০জন জঙ্গি ও পাকপন্থী বিচ্ছিন্নতাবাদীদের।
Srinagar- Around 70 terrorists and hardcore pro-Pakistan separatists from Kashmir valley have been shifted to Agra. The terrorists and separatists were shifted in a special plane provided by the Indian Air Force: Sources pic.twitter.com/6DsDYNrddh
— ANI (@ANI) August 8, 2019