রাতে ঘুম এল না মাস্টার মাইন্ডের চোখে
ধরা পরার প্রথম রাত। অস্বস্তিতে ঘুম এল না বছর ৩০-এর জঙ্গির। তখনও হয়ত অনেক অসম্পূর্ণ মিশনের ছক মাথায় ঘুরপাক খাচ্ছে ওর। পাটনার গোপন আস্তানায় মুজাহিদিন মাস্টার মাইন্ড দু`চোখের পাতা এক করতে পারেননি বলে জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিসকর্মীরা।
ধরা পরার প্রথম রাত। অস্বস্তিতে ঘুম এল না বছর ৩০-এর জঙ্গির। তখনও হয়ত অনেক অসম্পূর্ণ মিশনের ছক মাথায় ঘুরপাক খাচ্ছে ওর। পাটনার গোপন আস্তানায় মুজাহিদিন মাস্টার মাইন্ড দু`চোখের পাতা এক করতে পারেননি বলে জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিসকর্মীরা।
বিস্ফোরণ সহ একাধিক নাশকতার ঘটনায় ১২টি রাজ্যের পুলিস এখন ভাটকলকে হেফাজতে নেওয়ার চেষ্টা করছে। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার তাঁকে ইন্দ-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়।
ইয়াসমিন ভাটকল ও আসাদুল্লাহ আখতারকে এক তরফা জেরা সেরেছে পুলিস। শুক্রবার তাঁদের বিশেষ বিমানে দিল্লি উড়িয়ে আনা হল। বিহারের আদালতে পেশ করা হলে তাঁদেরকে ৩ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
আখতারের তুলনায় ভাটকলের অস্থিরতা ছিল বেশি। স্বাভাবিক। বলেছেন পুলিস কর্তারাই। এক আধিকারিক জানান, "দু`জনেই রাতে ঘুমোননি। কটা কথা বলেছেন, তা হাতে গুনে বলা যাবে।`` খাবার দেওয়া হয়েছিল। থালা থেকে মুখ ঘুরিয়ে ছিলেন ভাটকল।
আজ দিল্লি নিয়ে আসার পর থেকেই ভাটকলের ম্যারাথন জেরা শুরু করা হবে বলে জানাচ্ছেন পুলিস আধিকারিকরা।