গুজরাটে প্রচারে রাহুল গান্ধীকে 'ক্লোন' বলে আক্রমণ অরুণ জেটলির

ন'য়ের দশকে তত্কালীন এনডিএ সরকার কেন্দ্রে যে সংস্কারমূলক নীতি নিয়েছিল, তার মধ্যে ছিল বাধ্যবাধকতা। কিন্তু, বর্তমানে নরেন্দ্র মোদী সরকার দেশের মানুষের স্বার্থেই একের পর এক অর্থনৈতিক সংস্কার করে চলেছে। গোটা দেশের পাশাপাশি, গুজরাটেও বিজেপি সরকার একই কাজ করছে।

Updated By: Dec 2, 2017, 04:10 PM IST
গুজরাটে প্রচারে রাহুল গান্ধীকে 'ক্লোন' বলে আক্রমণ অরুণ জেটলির

নিজস্ব প্রতিবেদন : গুজরাট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বাকি মাত্র আর এক সপ্তাহ। তার আগে এই ভোট রাজ্যে প্রচারে গতি বাড়াল বিজেপি ও কংগ্রেস। রাজ্যের একপ্রান্তে যখন সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক তখনই অন্য প্রান্তে ব্যস্ত বিজেপির হেভিওয়েট নেতারা। শনিবার সুরাটে এমনই এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বলেন, ''গত ২ দশকের বেশি সময় ধরে গুজরাটে বিজেপির হাত ধরে উন্নয়নের জোয়ার এসেছে। একের পর এক গড়ে উঠেছে শিল্প। কৃষিক্ষেত্রেও এসেছে বিপ্লব। তাই আসন্ন বিধনসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপিকে আরও একবার ভোট দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি।''

আরও পড়ুন- উত্তর প্রদেশ পুর নির্বাচনে বিরাট জয়ের পর মোদী-যোগী সাক্ষাত্

জেটলি বলেন, ''ন'য়ের দশকে তত্কালীন এনডিএ সরকার কেন্দ্রে যে সংস্কারমূলক নীতি নিয়েছিল, তার মধ্যে ছিল বাধ্যবাধকতা। কিন্তু, বর্তমানে নরেন্দ্র মোদী সরকার দেশের মানুষের স্বার্থেই একের পর এক অর্থনৈতিক সংস্কার করে চলেছে। গোটা দেশের পাশাপাশি, গুজরাটেও বিজেপি সরকার একই কাজ করছে।'' তাঁর কথায়, ''আগে গুজরাটে চলত জাতপাত ও সংকীর্ণতার রাজনীতি। গত ২০ বছরে একের পর এক সংস্কারে পরিস্থিতি আমূল বদলে গিয়েছে।'

গত কয়েকদিনে গুজরাটে নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী একের পর এক মন্দির দর্শন করেছেন। সেই প্রসঙ্গ টেনে এদিন অরুণ জেটলি বলেন, ''রাহুল গান্ধী যা করছেন তা বিজেপিকে নকল করা ছাড়া আর কিছুই নয়। বিজেপি হিন্দুত্ববাদকে মর্যাদা দেয় তা সবাই জানে। ফলে গুজরাটবাসী বিজেপি ছেড়ে কেনও ক্লোনের সঙ্গ দেবে?''

.