ফরাসী প্রেসিডেন্টের সঙ্গে রাফাল নিয়ে রাহুলের আলোচনা মনগড়া: জেটলি

 বিশ্বমঞ্চে ভারতীয় রাজনীতিকদের ছবিকে কলুষিচ করেছে, রাহুলকে আক্রমণ জেটলির। 

Updated By: Jul 21, 2018, 10:07 PM IST
ফরাসী প্রেসিডেন্টের সঙ্গে রাফাল নিয়ে রাহুলের আলোচনা মনগড়া: জেটলি

নিজস্ব প্রতিবেদন: রাফাল বিমান নিয়ে ফরাসী প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠকের কথা বানিয়ে বলছেন রাহুল গান্ধী শনিবার এমন অভিযোগই করলেন অরুণ জেটলি। শুক্রবার অনাস্থা প্রস্তাবের আলোচনায় লোকসভায় রাহুল গান্ধী দাবি করেছিলেন, রাফাল বিমান চুক্তি নিয়ে সত্য গোপন করছেন প্রতিরক্ষামন্ত্রী। ফরাসী প্রেসিডেন্ট মাঁকর তাঁকে বলেছেন, চুক্তিতে গোপনীয়তার কোনও শর্ত নেই। তার অব্যবহিত পরেই ফরাসী সরকার বিবৃতি দিয়ে রাহুলের দাবি খারিজ করে। 

এদিন নিজের ব্লগে জেটলি লেখেন, ''ফরাসী প্রেসিডেন্টের সঙ্গে তাঁর মনগড়া আলোচনা রাহুল গান্ধীর বিশ্বাসযোগ্যতাকে আঘাত করেছে। বিশ্বমঞ্চে ভারতীয় রাজনীতিকদের ছবিকে কলুষিচ করেছে।'' জেটলি মনে করিয়ে দিয়েছেন, ''সরকারের প্রধান অথবা রাষ্ট্রের প্রধানের বক্তব্যকে ভুল ভাবে পেশ করলে তাঁরা ভবিষ্যতে কথা বলতেই অনীহা প্রকাশ করবেন।''  

শুক্রবার লোকসভায় কংগ্রেস সভাপতি দাবি করেন, ''ফরাসী প্রেসিডেন্ট এমানুল মাঁকর আমাকে বলেছেন, বিমান ক্রয়ের চুক্তিতে গোপনীয়তার শর্ত নেই।''

রাহুলের ভাষণের ঘণ্টাখানেক পরই ফ্রান্সের ইউরোপ ও বিদেশ বিষয়ক মন্ত্রক বিবৃতি দিয়ে জানায়,'২০০৮ সালে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে ফ্রান্স ও ভারত। তার জেরে আইনত তথ্য সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর দুই অংশীদার দেশ। তথ্য প্রকাশ্যে আসলে ভারত অথবা ফ্রান্সের প্রতিরক্ষা সামগ্রীর ব্যবহারিক দক্ষতা ও নিরাপত্তার উপরে প্রভাব পড়তে পারে। ২০১৬ সালে ২৩ সেপ্টেম্বরে ২৬ রাফাল বিমান কেনার চুক্তিতেও স্বাভাবিকভাবেই এই শর্ত রয়েছে।'

তারপরেও অবশ্য রাহুল গান্ধী নিজের মন্তব্যে অনড় থেকে জানান,''ওরা এখন অস্বীকার করছে। মাঁকর যখন একথা বলেছেনস তখন আনন্দ শর্মা ও মনমোহন সিংয়ের সঙ্গে আমিও ছিলাম।''

রাহুলের বক্তব্যকে সমর্থন করে এদিন আনন্দ শর্মা বলেন, ওই বৈঠকে আমি ছিলাম। ফরাসী প্রেসিডেন্ট বলেছিলেন, বিমানের দাম গোপনীয়তার শর্তে অন্তর্ভূক্ত নেই।

শুক্রবার রাহুলের এহেন অভিযোগকে শিশুসুলভ আখ্যা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। বলেছিলেন, ''কোনও প্রমাণ ছাড়াই চেঁচামেচি করছেন। জনতা আপনাকে জবাব দিচ্ছে। এখনও শোধরানোর সুযোগ আছে। দেশের নিরাপত্তা ও সংবেদনশীল বিষয়ে শিশুসুলভ মন্তব্য না করার আর্জি করছি আমি। আপনি তো নামদার, তাই প্রার্থনা করছি।''

আরও পড়ুন- জিএসটি মুক্ত স্যানিটারি ন্যাপকিন, কর কমল ১০০টি পণ্যের

 

.