প্রতিবন্ধকতাকে হারিয়ে এভারেস্ট জয় অরুণিমার

শারীরিক প্রতিবন্ধকতা আসলে জীবনে এগিয়ে চলার পথে কোনও বাধাই নয় সেটাই আরও একবার প্রমাণিত হল। প্রমাণ করলেন প্রাক্তন জাতীয় ভলিবল খেলোয়াড় অরুণিমা সিং। এক পা নিয়েই জয় করলেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। তৈরি করলেন ইতিহাস। তিনিই প্রথম ভারতীয় যিনি তথাকথিত প্রতিবন্ধী হিসাবে জয় করলেন এভারেস্ট।

Updated By: May 21, 2013, 06:16 PM IST

শারীরিক প্রতিবন্ধকতা আসলে জীবনে এগিয়ে চলার পথে কোনও বাধাই নয় সেটাই আরও একবার প্রমাণিত হল। প্রমাণ করলেন প্রাক্তন জাতীয় ভলিবল খেলোয়াড় অরুণিমা সিং। এক পা নিয়েই জয় করলেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। তৈরি করলেন ইতিহাস। তিনিই প্রথম ভারতীয় যিনি তথাকথিত প্রতিবন্ধী হিসাবে জয় করলেন এভারেস্ট।
বছর দু`ই আগে লখনউ থেকে দিল্লি ফেরার সময় পদ্মাবতী এক্সপ্রেসে কিছু দুষ্কৃতীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন অরুণিমা। ওই ক্রিমিনালরা চেন টেনে অকারণে ট্রেন থামানোর চেষ্টা করলে বাধা দেন অরুণিমা। তাদের দুষ্কর্মে বাধা দিতে আসায় ওই দুষ্কৃতীরা চলন্ত ট্রেন থেলে ঠেলে ফেলে দেয় অরুণিমাকে।
এই ঘটনার জেরে হাঁটু থেকে ডান পায়ের বাকি অংশ কাটা যায় অরুণিমার। যতি চিহ্ন পড়ে যায় তাঁর ভলিবল কেরিয়ারে। কিন্তু তাতেও যে তাঁর অদম্য মনোবলে বিন্ধুমাত্র চিড় ধরেনি তার প্রমাণই পাওয়া গেল আজ সকালে।
উত্তরপ্রদেশের বছর ২৫-এর অরুণিমা মঙ্গলবার সকাল ১০টা ৫৫ নাগাদ এভারেস্ট জয় করেন তিনি।

.