রাজধানীর সরকারি বাস-মেট্রোয় বিনা টিকিটেই যাতায়াত করতে পারবেন মহিলারা, ঘোষণা কেজরির
এখন বাসের যে ভাড়া বাড়বে তা দিল্লি সরকার দেবে
নিজস্ব প্রতিবেদন: জল্পনা ছিলই। এবার সত্যই চমক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।
রাজধানীর মহিলারা এবার বিনা ভাড়াতেই বাস ও মেট্রোতে সফর করতে পারবেন। ঘোষণা করে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর জন্য যে বিপুল টাকা ভর্তুকি দিতে হবে তার ব্যায় ভার বহন করবে দিল্লি সরকার।
Delhi CM Arvind Kejriwal: On all DTC buses, cluster buses and metro trains women will be allowed to travel free of cost so that they have a safe travel experience and can access modes of transport which they were not able to, due to high prices. pic.twitter.com/KVqEWDIJAS
— ANI (@ANI) June 3, 2019
আরও পড়ুন-জল সমস্যা নিয়ে কথা বলতেই এসসিপি নেত্রীকে থাপ্পড়-লাথি বিজেপি বিধায়কের, দেখুন
সোমবার কেজরিওয়াল সংবাদকদের বলেন, ডিটিসি ও মেট্রো রেলকে এ ব্যাপারে তাদের পরিকল্পনার কথা জানাতে বলেছি। আগামী ২-৩ মাসের মধ্যে এই ব্যবস্থা চালু হয়ে যাবে। কেন্দ্রকে বলেছিলাম বাসভাড়া না বাড়াতে। তা তার শোনেনি। কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে দিল্লি সরকারের ৫০-৫০ ভাগিদারি রয়েছে। ওরা আমার কথা শোনেনি। এখন বাসের যে ভাড়া বাড়বে তা দিল্লি সরকার দেবে।
আরও পড়ুন-রবার্ট বঢরাকে ছয় সপ্তাহের জন্য বিদেশযাত্রার অনুমতি আদালতের
ভোট ঘাড়ের ওপরে তো বটেই অন্য এক সংস্কৃতি চালু করতে চাইছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী যুক্তি, যাদের ভাড়া দেওয়ার সামর্থ রয়েছে তারা কেন ভাড়া দেবেন না! তারা টিকিট কাটবেন। এর ফলে ভর্তুকির টাকা কিছুটা উঠে আসবে। পাশাপাশি এতদিন বেশি ভাড়ার দ্রুতগামী বাসে চড়তে পারেতন না বহু মহিলা। এবার তা তারা পারবেন। ফলে তাদের নিরাপত্তার বিষয়টি আরও সুরক্ষিত হবে।