দিল্লির সরকারি ফ্ল্যাট ছেড়ে গাজিয়াবাদে চলে গেলেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পাঁচ মাস পর সরকারি ফ্ল্যাট ছেড়ে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। খবর অনুযায়ী গাজিয়াবাদের কাছে কৌসম্বি এলাকায় চলে গেছেন তিনি।

Updated By: Jul 29, 2014, 04:42 PM IST
দিল্লির সরকারি ফ্ল্যাট ছেড়ে গাজিয়াবাদে চলে গেলেন কেজরিওয়াল

নিউ দিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পাঁচ মাস পর সরকারি ফ্ল্যাট ছেড়ে দিলেন অরবিন্দ কেজরিওয়াল। খবর অনুযায়ী গাজিয়াবাদের কাছে কৌসম্বি এলাকায় চলে গেছেন তিনি।

তিলক লেনে C II/23 নম্বর দেওয়া হয়েছিল কেজরিওয়ালকে। ইস্তফা দেওয়ার পর থেকেই তাঁকে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার কথা বলা হয়। মেয়ের পড়াশোনা চালানোর সুবিধার কথা জানিয়ে কেজরিওয়াল জুলাই মাসের শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ জানান। গাজিয়াবাদের নতুন অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছে তাঁর স্ত্রী সুনিতার নামে। সুনিতা সিনিয়র আইআরএস অফিসার। বাবা, মা, স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে এখন থেকে এই বাড়িতেই থাকবেন কেজরিওয়াল।

খবর অনুযায়ী, হনুমান রোডে আপের দফতর থেকেই পার্টির কাজ চালাবেন কেজরিওয়াল। ওই এলাকার বিধায়ক তিনি। গোপাল রাই, সঞ্জয় সিংয়ের মতো পার্টির বেশ কিছু সিনিয়র নেতা ও স্বেচ্ছাসেবীর বাসও ওই দফতরেই।

জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তিলক লেনের তিন কামরার ফ্ল্যাট কেজকিওয়ালের জন্য বরাদ্দ করে ইউপিএ সরকার। ১৪ ফেব্রুয়ারি পদত্যাগ করার পর নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে ফ্ল্যাট খালি করে দেওয়ার কথা ছিল তাঁর। তারপর থেকে ভাড়া দিয়েই ওই বাড়িতে থাকতেন তিনি।

 

.