পাঁচবছর পর ফের রাজস্থানের মসনদে অশোক

তাঁর সঙ্গেই উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওই রাজ্যের কংগ্রেস সভাপতি শচীন পাইলট।

Updated By: Dec 17, 2018, 11:37 AM IST
পাঁচবছর পর ফের রাজস্থানের মসনদে অশোক

নিজস্ব প্রতিবেদন: রাজস্থানের দ্বাদশ মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার শপথগ্রহণ করলেন কংগ্রেসের অশোক গেহলত। তাঁর সঙ্গেই উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ওই রাজ্যের কংগ্রেস সভাপতি শচীন পাইলট।

এ নিয়ে তৃতীয়বার রাজস্থানের মুখ্যমন্ত্রী হলেন অশোক গেহলত। এর আগে তিনি ১৯৯৮ থেকে ২০০৩ এবং ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন গেহলত।

আরও পড়ুন: কমলনাথ-গেহলত-বাঘেলের শপথে আজ বিরোধী নেতাদের ভিড়, নেই অখিলেশ-মায়া

এদিন জয়পুরের অ্যালবার্ট হলে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-সহ জাতীয় ও রাজ্যস্তরের একাধিক নেতা।

রাষ্ট্রপতি নির্বাচনের সময় থেকেই বিজেপি বিরোধী শক্তি একজোট হতে শুরু করেছে। কর্ণাটকের সরকার গঠনের সময় হাজির হয়েছিলেন সমস্ত বিরোধীদলের শীর্ষনেতারা। এদিনও বিরোধী ঐক্যের সেই ছবি ফের দেখা গেল। সব দলের শীর্ষনেতারা উপস্থিত না থাকলেও ছিলেন গুরুত্বপূর্ণ বিরোধী নেতারা। সেই তালিকায় ছিলেন এনসিপির শরদ পাওয়ার, জেডিএসের দেবেগৌড়া, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী, আরজেডির তেজস্ব যাদব প্রমুখ। তবে দেখা যায়নি সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির নেতাদের।

আরও পড়ুন: টানা পাঁচদিনের দর কষাকষি শেষ, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল

এদিকের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির বসুন্ধরা রাজে।

.