সারদা তদন্তে আমরিনের পর এবার সিবিআইয়ের তুরুপের তাস আসিফ খান

Updated By: Sep 8, 2014, 11:23 PM IST

সারদা তদন্তে এবার সিবিআইয়ের তুরুপের তাস হয়ে উঠতে পারেন আসিফ খান। আজ প্রায় সাড়ে আট ঘণ্টা সিজিও কমপ্লেক্সে  কাটান প্রাক্তন এই তৃণমূল  নেতা।   কুনাল ঘোষ  এবং আসিফ খানকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন  সিবিআই কর্তারা।  তদন্তে সিবিআইকে সবরকম ভাবে সাহায্য করবেন বলে জানিয়েছেন আসিফ খান।

আমরিন আরার পর এবার আসিফ খান। সারদার অ্যাকাউন্টস  বিভাগের কর্মী আমরিন স্বতপ্রণোদিত হয়েই বহু তথ্য তুলে দিয়েছিলেন এমফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। এবার  সিবিআইয়ের তদন্তে  সতঃপ্রণোদিত ভাবে সাহায্যের কথা জানালেন প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খান। সিবিআইয়ের অভিযোগ সুদীপ্ত সেন ফেরার হওয়ার পর, তার মালিকানাধীন কলম পত্রিকায় লগ্নি করেছিলেন আসিফ।  প্রাক্তন তৃণমূল নেতা  আসিফ আজকের কলম পত্রিকার সম্পাদক। এক শীর্ষ রাজনৈতিক  নেতার  এক সময়ের ছায়া সঙ্গী আসিফের  কাছে  সরদা কেলেঙ্কারির বহু অজানা তথ্য রয়েছে বলে  মনে করছেন তদন্তকারীরা।  সোমবার প্রায় সাড়ে আট ঘণ্টা  সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর রাজীব সিংয়ের অফিসে ছিলেন আসিফ।  সাসপেন্ডেড তৃণমূল সাংসদ  কুণাল ঘোষের মুখোমুখি বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়।  সিবিআইকে  সারদা সংক্রান্ত সব তথ্য দিতে প্রস্তুত বলে জানিছেন আসিফ।

আসিফ খানকে সারদা কেলেঙ্কারিতে  এখনই  ক্লিনচিট দিচ্ছেন না সিবিআই কর্তারা। তবে তাঁকে তদন্তে ব্যবহার করার করার হবে বলেই ইঙ্গিত দিয়েছেন তদন্তকারীরা।  আসিফ খানকে হাতিয়ার করে সিবিআই  এই আর্থিক কেলেঙ্কারির কতটা  গভীরে  যেতে পারে এখন সেটাই দেখার।

 

.