জেএনইউয়ের পর হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদের নির্বাচনে ধরাশায়ী এবিভিপি

Updated By: Sep 23, 2017, 10:27 PM IST
জেএনইউয়ের পর হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদের নির্বাচনে ধরাশায়ী এবিভিপি

ওয়েব ডেস্ক: জেএনইউয়ের পর এবার হায়দরবাদ বিশ্ববিদ্যালয়। শোচনীয় হার হল এবিভিপির।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে ধরাশায়ী করল বিশ্ববিদ্যালয়ের বাম-দলিত-আদিবাসী ছাত্র সংগঠনের জোট এএসজে। কোনও আসনেই জিততে পারেনি এবিভিপির প্রার্থীরা।

উল্লেখ্য, রোহিত ভেমুলার মৃত্যুর পর উত্তপ্ত হয়ে উঠেছিল হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। এনিয়ে প্রবল রাজনৈতিক তরজা শুরু হয়ে ‌যায়। এতে জড়িয়ে পড়েন এক কেন্দ্রীয় মন্ত্রীও। ফলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিশ্ববিদ্যালয়রে ছাত্ররা। বলা ‌যেতে পারে সেই ক্ষোভের খানিকটা প্রতিফলন ঘটেছে এই ফলাফলে।

নির্বাচনে জয়ী হয়েছেন ৩ দলিত, ২ মুসলিম ও ১ দলিত প্রার্থী। ছাত্র সংগঠনের সহ সম্পাদক নির্বাচিত হয়েছেন লুনাভাত নরেশ, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরিফ আহামদ, ‌যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত মহম্মদ আসিক, স্পোটর্স সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন লোলাম শ্রবণ কুমার।

আরও পড়ুন-   ধর্ষণের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা মনোজ পাণ্ডে

.