ক্রমশ খারাপ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি
উত্তরাখণ্ডের পর এ বার অসম। অসমে বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। শনিবার ধেমাজি ও নাগায়ন জেলার ৩৮টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। রাজ্যের ১০টি জেলার ৩০০টি গ্রাম বন্যার কবলে। প্রভাবিত হয়েছেন ৯০ হাজার মানুষ।
উত্তরাখণ্ডের পর এ বার অসম। অসমে বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। শনিবার ধেমাজি ও নাগায়ন জেলার ৩৮টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। রাজ্যের ১০টি জেলার ৩০০টি গ্রাম বন্যার কবলে। প্রভাবিত হয়েছেন ৯০ হাজার মানুষ।
অসমের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে শুক্রবার তার থেকে বেশ কয়েকটি গ্রামে নতুন করে জল ঢুকতে শুরু করে। ধামাজি জেলার চারটি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে। প্রায় ১,০০০ মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। বন্যায় ৫ হাজার কৃষিজমির ক্ষতি হয়েছে।
ইতিমধ্যেই ব্রহ্মপুত্র নদের জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। জোরহাট ও নেমাটিঘাট জেলার অবস্থা সবচেয়ে খারাপ। রাজ্যে বন্যার জন্য চরম সতর্কতা জারি করেছে প্রশাসন।